Ajker Patrika

মাস্ক ব্যবহারে অনীহা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩: ১০
মাস্ক ব্যবহারে অনীহা

সারা দেশের মতো নোয়াখালীর সুবর্ণচরেও করোনার সংক্রমণ বাড়ছে। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সারা দেশের মতো স্থানীয় মানুষের মধ্যে আলোচনাও চলছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের উদাসীনতা রয়েছে। নাগরিক সচেতনতা তৈরিতে সরকারিভাবে কোথাও কোনো প্রচার চালাতে দেখা যায়নি।

গতকাল রোববার উপজেলার কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সুবর্ণচরের বেশির ভাগ মানুষের মুখেই মাস্কের দেখা মিলছে না। হাটবাজারে মাস্ক ছাড়াই অবাধে চলছে মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের কোনো নজরদারি নেই। বাসস্ট্যান্ড, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। দেখে বোঝার উপায় নেই, দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণ বৃদ্ধি নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তা বা কোনো সতর্কতা নেই।

চরজব্বার থানার মোড়, খাসেরহাট রাস্তার মাথা, চরজুবিলী ছিদ্দিক চত্বর এলাকাসহ উপজেলার বাণিজ্যিক এলাকাগুলো ঘুরে দেখা গেছে, মাছ বাজার ও দোকানপাটগুলোতে মানুষ গাদাগাদি করে কেনাকাটা করছে। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। কারও কারও মুখে মাস্ক থাকলেও আগের মতো তা থুতনিতে নামানো। ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশাসহ সব ধরনের যানবাহনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

জানতে চাইলে উপকূল সুপারমার্কেটের ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের পক্ষ থেকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষকে তাগিদ দেওয়া হচ্ছে। একটু নিয়ম মানলেই আমরা করোনার সংক্রমণ থেকে বেঁচে থাকতে পারি। কিন্তু জনগণ সেটা মানতে চান না।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা সমন্বয়ক আবদুল বারী বাবলু বলেন, ‘নিজেদের সুস্থ রাখার জন্য সচেতন হতে হবে। সবাই নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিস্থিতি অনুকূলে থাকবে। সেটা করতে না পারলে নিজেরাই নিজেদের ক্ষতির দাঁড়াব।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক তারিক খন্দকার বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শিগগিরই পুলিশ কাজ শুরু করবে। পুলিশের পক্ষ থেকেও প্রচার-প্রচারণা চালানো হবে।

সামাজিক সচেতনতা বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি চৈতী সর্ববিদ্যা আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত