বিনোদন ডেস্ক
নায়কের নাম অগ্নিভ। নায়িকার নাম কথা। মেয়েটি গাছ ভালোবাসে। তার ঘরে, ছাদে, বাড়ির উঠানে হরেক রকম গাছ। দিনের বেশির ভাগ সময় তার কেটে যায় গাছের যত্ন করে। অন্যদিকে, অগ্নিভ বিখ্যাত শেফ। শহরের বড় রেস্তোরাঁয় কাজ করে। তার রান্না খেতে রেস্তোরাঁয় শত শত লোক আসে। অগ্নিভের সঙ্গে কথার সম্পর্কটা আদায়-কাঁচকলায়। কথাকে সে ডাকে মিস গোবর দেবী বলে। কথাও দেখতে পারে না অগ্নিভকে। পুরুষ জাতির প্রতি তার তীব্র বিদ্বেষ। কথার মতে, ‘পুরুষ মানেই বিশ্বাসঘাতক’।
সম্পূর্ণ বিপরীত চরিত্রের অগ্নিভ ও কথাকে মিলিয়ে দেবে গল্পের ম্যাজিক। এ দুই চরিত্রকে দেখা যাবে স্টার জলসার ‘কথা’ সিরিয়ালে। ১৫ ডিসেম্বর শুক্রবার প্রচারে আসবে সিরিয়ালটি। কথা চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে আর অগ্নিভ চরিত্রে সাহেব ভট্টাচার্য। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, চোখে কালো ফ্রেমের চশমা, বেণি করে বাঁধা চুল। পরনে সালোয়ার। সাদামাটা ঘরোয়া লুক। সারাক্ষণ গাছের পরিচর্যা করছে কথা। গোয়ালা তার বাড়িতে দুধ নয়, বালতি ভর্তি করে আনে গোবর। এসব দেখে পড়শিরা কথাকে নিয়ে হাসি-তামাশা করে।
অন্যদিকে, কঠোর অনুশাসন আর ঐতিহ্যে মোড়া কুণ্ডুবাড়ির ছেলে সাহেব। বাড়িতে কালীপূজা হচ্ছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ওপর দায়িত্ব ছিল পূজার করমচা আনার। কিন্তু সব ভুলে সে ব্যস্ত রেস্তোরাঁয় নতুন মেন্যু নিয়ে। কুণ্ডুবাড়িতে করমচাগাছ নিয়ে হঠাৎ উপস্থিত হয় কথা। ধাক্কা খায় অগ্নিভের সঙ্গে। পরস্পরকে দেখে চমকে যায় দুজন।
সুস্মিতা অভিনীত সর্বশেষ দুই সিরিয়াল ‘বউমা একঘর’ ও ‘পঞ্চমী’ তেমন সাড়া ফেলতে পারেনি। ‘কথা’ দিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন, তেমন প্রত্যাশা সবার।
নায়কের নাম অগ্নিভ। নায়িকার নাম কথা। মেয়েটি গাছ ভালোবাসে। তার ঘরে, ছাদে, বাড়ির উঠানে হরেক রকম গাছ। দিনের বেশির ভাগ সময় তার কেটে যায় গাছের যত্ন করে। অন্যদিকে, অগ্নিভ বিখ্যাত শেফ। শহরের বড় রেস্তোরাঁয় কাজ করে। তার রান্না খেতে রেস্তোরাঁয় শত শত লোক আসে। অগ্নিভের সঙ্গে কথার সম্পর্কটা আদায়-কাঁচকলায়। কথাকে সে ডাকে মিস গোবর দেবী বলে। কথাও দেখতে পারে না অগ্নিভকে। পুরুষ জাতির প্রতি তার তীব্র বিদ্বেষ। কথার মতে, ‘পুরুষ মানেই বিশ্বাসঘাতক’।
সম্পূর্ণ বিপরীত চরিত্রের অগ্নিভ ও কথাকে মিলিয়ে দেবে গল্পের ম্যাজিক। এ দুই চরিত্রকে দেখা যাবে স্টার জলসার ‘কথা’ সিরিয়ালে। ১৫ ডিসেম্বর শুক্রবার প্রচারে আসবে সিরিয়ালটি। কথা চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে আর অগ্নিভ চরিত্রে সাহেব ভট্টাচার্য। সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, চোখে কালো ফ্রেমের চশমা, বেণি করে বাঁধা চুল। পরনে সালোয়ার। সাদামাটা ঘরোয়া লুক। সারাক্ষণ গাছের পরিচর্যা করছে কথা। গোয়ালা তার বাড়িতে দুধ নয়, বালতি ভর্তি করে আনে গোবর। এসব দেখে পড়শিরা কথাকে নিয়ে হাসি-তামাশা করে।
অন্যদিকে, কঠোর অনুশাসন আর ঐতিহ্যে মোড়া কুণ্ডুবাড়ির ছেলে সাহেব। বাড়িতে কালীপূজা হচ্ছে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ওপর দায়িত্ব ছিল পূজার করমচা আনার। কিন্তু সব ভুলে সে ব্যস্ত রেস্তোরাঁয় নতুন মেন্যু নিয়ে। কুণ্ডুবাড়িতে করমচাগাছ নিয়ে হঠাৎ উপস্থিত হয় কথা। ধাক্কা খায় অগ্নিভের সঙ্গে। পরস্পরকে দেখে চমকে যায় দুজন।
সুস্মিতা অভিনীত সর্বশেষ দুই সিরিয়াল ‘বউমা একঘর’ ও ‘পঞ্চমী’ তেমন সাড়া ফেলতে পারেনি। ‘কথা’ দিয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারবেন, তেমন প্রত্যাশা সবার।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে