Ajker Patrika

দুই মেয়র প্রার্থীকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১২: ৩৭
দুই মেয়র প্রার্থীকে জরিমানা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রচারের দ্বিতীয় দিন গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়ার ঢলিপাড়া এলাকায় পরিবহনে পোস্টার লাগানোর দায়ে রিফাতকে জরিমানা করা হয়। এদিকে নির্বাচনী প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহার করায় কায়সারকে জরিমানা করা হয়।

গতকাল কুসিক ঘুরে দেখা গেছে, নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা হাজির হচ্ছেন ভোটারদের দুয়ারে। সিটির করপোরেশন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে বাড়িতে বাড়িতে এখন চলছে নির্বাচনী উৎসব। এদিকে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা ও মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

কুসিক নির্বাচনের প্রচারের দ্বিতীয় এ দিন সকালে নগরীর কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে সভা করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচন পরিচালনা কমিটি। পরে বিকেল থেকে রিফাতের ১০টি প্রচার দল নগরীর কান্দিরপাড় থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়কে প্রচার চালায়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ অন্য নেতা-কর্মীরা অংশ নেন।

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের রানীর দিঘির পূর্ব পাড়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরফানুল হক রিফাত তাঁর বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমি সভানেত্রীর দোয়া নিতে ঢাকায় যাচ্ছি। কুমিল্লার নেতাদের সঙ্গে দেখা করেই ঢাকায় যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন আসলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহিষ্কার গেম খেলে, এটা তাদের কৌশল। তবে জনগণ তাদের সঙ্গে নেই, জনগণ নৌকাকেই ভোট দেবে।’

এদিকে গতকাল নগরীর কাপড়িয়াপট্টি, ছাতিপট্টিসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার করেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় তিনি অভিযোগ করেন, একদল হেলমেট পরিহিত দুর্বৃত্ত শুক্রবার দিবাগত রাতে নগরীর চকবাজার থেকে কান্দিরপাড় এলাকা থেকে তাঁর পোস্টার ছিঁড়ে অন্য প্রতীকের পোস্টার ঝুলিয়ে দিয়েছে। এ ছাড়া তাঁর প্রচারের মাইক ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনের শুরুতেই এমন পরিস্থিতি কাম্য নয়। নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ চাই।’

জরিমানার বিষয়ে কথা বলতে আরফানুল হক রিফাতের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল ধরেননি।

এদিকে গতকাল সকাল থেকে নগরীর কান্দিরপাড় থেকে রাজগঞ্জ, চকবাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ চালান নিজাম উদ্দিন কায়সার। জরিমানার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। আমার সমর্থকেরা আমাকে না জানিয়েই প্রচারে ঘোড়া নিয়ে আসেন।’ তিনি আরও বলেন, ‘কুমিল্লা সব ধর্ম, পেশা-শ্রেণির নাগরিকের জন্য একটি নিরাপদ ও সম্প্রতির জায়গা হবে।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা নয়জন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছি। কোনো প্রার্থী নির্বাচনী আচরণ লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত