Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ০২
নির্বাচনী সহিংসতায় আহত অর্ধশত

হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলার পৃথক দু স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশত নারী-পুরুষ আহত হয়েছেন। তাঁদের অধিকাংশই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

গত সোমবার সন্ধ্যার পর বানিয়াচং উপজেলার মুরদপুর ইউনিয়নের ইসলামপুর ও লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে এ সংঘর্ষ হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোয়াকারা গ্রামের ইউপি সদস্য প্রার্থী ফইজুর রহমানের সমর্থকেরা বিজয় মিছিল করেন। এ সময় পরাজিত প্রার্থী আইয়ুব আলীর সমর্থকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আহমেদ জানান, সোমবার সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইসলামপুরে নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হাফিজ উদ্দিনের সঙ্গে কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত