Ajker Patrika

‘পাঠকসমাজে স্থান করে নিয়েছে আজকের পত্রিকা’

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২২, ১১: ৩৯
‘পাঠকসমাজে স্থান করে নিয়েছে আজকের পত্রিকা’

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বর্তমানে বাজারে যে সব পত্রিকা আছে, তাদের মধ্যে আজকের পত্রিকা নিঃসন্দেহে একটি মানসম্মত পত্রিকা। আজকের পত্রিকা অল্প সময়েই পাঠক সমাজে স্থান করে নিয়েছে।

পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এ কথা বলেন।

আলোচনা সভায় বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাজেদুর রহমান সভাপতিত্ব করেন। আজকের পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম মিলনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত