Ajker Patrika

ফল পরিবর্তনের অভিযোগে জব্দ করা হলো ইভিএম

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১২: ১২
ফল পরিবর্তনের অভিযোগে জব্দ করা হলো ইভিএম

বগুড়ার সারিয়াকান্দির ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ফল পরিবর্তন করার অভিযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জব্দ করেছেন বগুড়া জেলা জজ আদালত।

আদালতের নির্দেশে গতকাল সোমবার দুপুরে সারিয়াকান্দি নির্বাচন অফিস থেকে কাজলা ইউপির পাকুড়িয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ইভিএম জব্দ করেন বগুড়া জেলা সহকারী জজ মমিনুল ইসলাম।

জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ইভিএমে ফল পরিবর্তন করা হয়েছে মর্মে নির্বাচন কমিশনের কার্যালয়ের সচিবের কাছে অভিযোগ দিয়েছেন ৪২ ভোটে পরাজিত কাজলা ইউপির নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী। মার্চ মাসের ১০ তারিখ বগুড়া জজকোর্টে এ বিষয়ে মামলা করেন তিনি।

ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি সারিয়াকান্দির ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন হয়। নির্বাচনে কাজলা ইউনিয়নে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন এ এস এম রফিকুল ইসলাম (আনারস), এ বি এম শামস উদ্দিন জিন্নাহ (মোটরসাইকেল), মো. রাশেদ মোশারফ (ঘোড়া), মো. শাহ জাহান আলী (নৌকা)।

ইউনিয়নটির মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৭০০। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩৪৩ এবং নারী ভোটার ৬ হাজার ৩৫৭ জন। মোট ভোটকেন্দ্র ১০ এবং বুথের সংখ্যা ৪৩। এ ইউনিয়নে সংরক্ষিত আসনের সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৮৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ জাহান আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট। ফলে ৪২ ভোট বেশি পাওয়ায় রফিকুল ইসলামকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়। ইতিমধ্যে রফিকুল ইসলাম গেজেটপ্রাপ্ত হয়ে চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি নৌকার প্রার্থী শাহ জাহান আলী ইভিএমের প্রিন্ট কপি সারিয়াকান্দি নির্বাচন অফিস থেকে তুলে দেখেন, পাকুড়িয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল প্রিন্ট করা হয়েছে ৩০ তারিখ রাত ১০টা ৫৮ মিনিটে। অথচ ভোট হয়েছে ৩১ তারিখ। এ বিষয়ে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সচিবের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

ভোটের দিন হাতে লেখা ফলাফলে দেখানো হয়, এ এস এম রফিকুল ইসলাম পেয়েছেন ৩৭৬ ভোট, এ বি এম শামস উদ্দীন জিন্নাহ পেয়েছেন ২৬ ভোট, মো. রাশেদ মোশারফ পেয়েছেন ৩৮২ ভোট এবং মো. শাহ জাহান আলী পেয়েছেন ১৩০ ভোট।

কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ২০৪। মোট ভোট পড়েছে ৯১৪টি। নির্বাচনের দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে আগের দিনের প্রিন্ট করা শিটটিই হাতে লিখে কেন্দ্রে ফল ঘোষণা করা হয়।

অভিযোগকারী শাহ জাহান আলী বলেন, ‘কেন্দ্রটিতে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তা ছাইহাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান রফিকুলের ঘনিষ্ঠ বন্ধু। আমি যখন জানতে পারি, মতিয়ার প্রিসাইডিং কর্মকর্তা হয়েছেন, তখনই আমার সন্দেহ হয়েছিল। ফলে তাঁকে অন্যত্র ডিউটি দেওয়ার জন্য আমি রিটার্নিং অফিসারকে ৩০ জানুয়ারি অভিযোগ দিয়েছিলাম, কিন্তু তিনি তাঁর কোনো ব্যবস্থা নেননি।’

প্রিসাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, নির্বাচনের আগের রাতে ইভিএমে ফল চূড়ান্ত করার বিষয়টি সত্য নয়। তবে ইভিএমের ফলের প্রিন্ট কপি প্রার্থীদের না দিয়ে হাতে লেখা ফল সরবরাহের কথা স্বীকার করেন তিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আগের দিন ফল চূড়ান্ত করা সম্পর্কিত মামলায় আদালতের নির্দেশক্রমে ওই কেন্দ্রের ইভিএম দিয়েছি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত