গাজীপুর প্রতিনিধি
শিল্পঅধ্যুষিত গাজীপুর জেলায় বসবাস ৫২ লাখ মানুষের। তাঁদের মধ্যে মহানগরীতেই বাস করেন ২৬ লাখ ৭৪ হাজার ৬৯৭ জন। এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবায় ভরসার অন্যতম নাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে হাসপাতালটিতে নেই নন-কমিউনিক্যাবল ডিজিজ বা এনসিডি কর্নার। এতে সেবাবঞ্চিত হচ্ছেন লাখো মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বাংলাদেশে প্রতিবছর মোট মৃত্যুর ৬৭ শতাংশ হয় অসংক্রামক রোগে। এর মধ্যে ৩০ শতাংশ হৃদ্রোগে এবং সরাসরি ডায়াবেটিসে মারা যান ৩ শতাংশ মানুষ। অসংক্রামক রোগে প্রতিবছর মারা যান ৫ লাখ ৭০ হাজার ৬০০ জন। অকালমৃত্যুর হার ২২ শতাংশ।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে প্রতিনিয়ত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, কিডনি রোগ, স্ট্রোকসহ নানান অসংক্রামক
রোগ বৃদ্ধি পাচ্ছে। এসব রোগের কারণে প্রতিবছর বহু মানুষের অকালে মৃত্যু হয় নির্দিষ্ট বয়সসীমার আগে। প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীদের উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ শনাক্ত, বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান এবং ফলোআপ কার্যক্রম শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালে দেশের বিভিন্ন হাসপাতালে এনসিডি কর্নার চালু করা হয়। যেকোনো সরকারি হাসপাতালের বহির্বিভাগে রোগী আসার পর তাঁর নাম রেজিস্টারে লিপিবদ্ধ করে রোগীকে এনসিডি কর্নারে পাঠানো হয়।
রোগীর সমস্যা সাধারণ হলে বহির্বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দেন। সমস্যা বেশি হলে পরীক্ষার জন্য পাঠান।পরীক্ষার প্রতিবেদন যাচাই করে চিকিৎসা প্রদান সম্ভব হলে চিকিৎসা দেন অন্যথায় একই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠান। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর বক্তব্য শুনে এবং পরীক্ষার প্রতিবেদন দেখে চিকিৎসাসেবা দেন। অবস্থা জটিল হলে ভর্তির পরামর্শ দেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার বলেন, ‘আমাদের এখানে এনসিডির জন্য নির্দিষ্ট কোনো কর্নার করা হয়নি। তবে মেডিসিন বিভাগে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক কামরুল হাসান রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন।’
মেডিসিন বিভাগের চিকিৎসক কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন মেডিসিন বিভাগে ২০০ থেকে ২৫০ জন রোগী আসেন। তাঁদের মধ্যে ৫০ থেকে ৬০ জনের মতো রোগী থাকেন, যাঁদের মধ্যে এনসিডির বিভিন্ন উপসর্গ থাকে। এখানে আসার পর আমরা রোগীদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলি, সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনি। পরে রোগীর রুটিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
সে অনুযায়ী ব্যবস্থাপত্র ও পরবর্তী কোনো পরীক্ষার প্রয়োজন হলে রোগীদের বলে দেওয়া হয়। পরবর্তী সময়ে পরীক্ষার প্রতিবেদনের আলোকে নির্দিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। ওষুধের সরবরাহ থাকলে রোগীদের বিনা মূল্যে সব ধরনের ওষুধও দেওয়া হয়।’
শিল্পঅধ্যুষিত গাজীপুর জেলায় বসবাস ৫২ লাখ মানুষের। তাঁদের মধ্যে মহানগরীতেই বাস করেন ২৬ লাখ ৭৪ হাজার ৬৯৭ জন। এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবায় ভরসার অন্যতম নাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে হাসপাতালটিতে নেই নন-কমিউনিক্যাবল ডিজিজ বা এনসিডি কর্নার। এতে সেবাবঞ্চিত হচ্ছেন লাখো মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বাংলাদেশে প্রতিবছর মোট মৃত্যুর ৬৭ শতাংশ হয় অসংক্রামক রোগে। এর মধ্যে ৩০ শতাংশ হৃদ্রোগে এবং সরাসরি ডায়াবেটিসে মারা যান ৩ শতাংশ মানুষ। অসংক্রামক রোগে প্রতিবছর মারা যান ৫ লাখ ৭০ হাজার ৬০০ জন। অকালমৃত্যুর হার ২২ শতাংশ।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে প্রতিনিয়ত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, কিডনি রোগ, স্ট্রোকসহ নানান অসংক্রামক
রোগ বৃদ্ধি পাচ্ছে। এসব রোগের কারণে প্রতিবছর বহু মানুষের অকালে মৃত্যু হয় নির্দিষ্ট বয়সসীমার আগে। প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীদের উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ শনাক্ত, বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান এবং ফলোআপ কার্যক্রম শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালে দেশের বিভিন্ন হাসপাতালে এনসিডি কর্নার চালু করা হয়। যেকোনো সরকারি হাসপাতালের বহির্বিভাগে রোগী আসার পর তাঁর নাম রেজিস্টারে লিপিবদ্ধ করে রোগীকে এনসিডি কর্নারে পাঠানো হয়।
রোগীর সমস্যা সাধারণ হলে বহির্বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দেন। সমস্যা বেশি হলে পরীক্ষার জন্য পাঠান।পরীক্ষার প্রতিবেদন যাচাই করে চিকিৎসা প্রদান সম্ভব হলে চিকিৎসা দেন অন্যথায় একই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠান। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর বক্তব্য শুনে এবং পরীক্ষার প্রতিবেদন দেখে চিকিৎসাসেবা দেন। অবস্থা জটিল হলে ভর্তির পরামর্শ দেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার বলেন, ‘আমাদের এখানে এনসিডির জন্য নির্দিষ্ট কোনো কর্নার করা হয়নি। তবে মেডিসিন বিভাগে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক কামরুল হাসান রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন।’
মেডিসিন বিভাগের চিকিৎসক কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিন মেডিসিন বিভাগে ২০০ থেকে ২৫০ জন রোগী আসেন। তাঁদের মধ্যে ৫০ থেকে ৬০ জনের মতো রোগী থাকেন, যাঁদের মধ্যে এনসিডির বিভিন্ন উপসর্গ থাকে। এখানে আসার পর আমরা রোগীদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলি, সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনি। পরে রোগীর রুটিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
সে অনুযায়ী ব্যবস্থাপত্র ও পরবর্তী কোনো পরীক্ষার প্রয়োজন হলে রোগীদের বলে দেওয়া হয়। পরবর্তী সময়ে পরীক্ষার প্রতিবেদনের আলোকে নির্দিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। ওষুধের সরবরাহ থাকলে রোগীদের বিনা মূল্যে সব ধরনের ওষুধও দেওয়া হয়।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে