বিনোদন ডেস্ক
অভিনয় কম, বরং রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। ভালো গল্প না পেলে কোনো কাজে যুক্ত হচ্ছেন না। মাস তিনেক আগে সর্বশেষ মুক্তি পেয়েছে তাঁর ‘মিনি’। মৈনাক ভৌমিক পরিচালিত এ সিনেমায় মিমির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর আরও দুই বাংলা সিনেমা। অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ সিনেমায় অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়া অভিনয় করেছেন ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় আছেন বলিউডের পরেশ রাওয়ালও।
এর মধ্যে শোনা গেল আরও এক বড় খবর। এবার হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মিমি। পরিচালক সৌমিক সেনের তত্ত্বাবধানে তৈরি হবে বড় বাজেটের সিরিজটি। এতে এক বাঙালি অভিনেতার সঙ্গেই মিমি জুটি বাঁধবেন বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে সিরিজটির বিষয়ে ওই ওটিটি প্ল্যাটফর্ম কিংবা মিমির পক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনো। তবে কলকাতার সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি হবে ওই হিন্দি ওয়েব সিরিজ। তাতে প্রধান চরিত্রেই অভিনয় করবেন মিমি।
বলিউডে এখন টালিউডের অনেকেই নিয়মিত অভিনয় করছেন। তবে সেগুলোতে তাঁদের প্রধান চরিত্রে দেখা যায় না। সে হিসেবে মিমির এই কাজটি বিশেষ কিছু হতে যাচ্ছে এ বিষয়ে সন্দেহ নেই। জানা গেছে, শুধু মিমি নয়, ওই ওয়েব সিরিজে টালিউডের আরও কয়েকজন শিল্পী অভিনয় করবেন।
সিরিজটি যিনি পরিচালনা করবেন, সেই সৌমিক সেন এর আগে মাধুরী দীক্ষিত ও জুহি চাওলাকে নিয়ে ‘গুলাব গ্যাং’ বানিয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত বাংলা সিনেমা ‘মহালয়া’ বানিয়েও প্রশংসা কুড়িয়েছেন সৌমিক। তাঁর পরবর্তী বিষয়—বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই সিরিজটি নিয়ে শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদের মধ্যেও যথেষ্ট আগ্রহ থাকবে; এটা নিশ্চিতভাবেই বলা যায়।
অভিনয় কম, বরং রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। ভালো গল্প না পেলে কোনো কাজে যুক্ত হচ্ছেন না। মাস তিনেক আগে সর্বশেষ মুক্তি পেয়েছে তাঁর ‘মিনি’। মৈনাক ভৌমিক পরিচালিত এ সিনেমায় মিমির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর আরও দুই বাংলা সিনেমা। অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ সিনেমায় অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়া অভিনয় করেছেন ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় আছেন বলিউডের পরেশ রাওয়ালও।
এর মধ্যে শোনা গেল আরও এক বড় খবর। এবার হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মিমি। পরিচালক সৌমিক সেনের তত্ত্বাবধানে তৈরি হবে বড় বাজেটের সিরিজটি। এতে এক বাঙালি অভিনেতার সঙ্গেই মিমি জুটি বাঁধবেন বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে সিরিজটির বিষয়ে ওই ওটিটি প্ল্যাটফর্ম কিংবা মিমির পক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনো। তবে কলকাতার সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি হবে ওই হিন্দি ওয়েব সিরিজ। তাতে প্রধান চরিত্রেই অভিনয় করবেন মিমি।
বলিউডে এখন টালিউডের অনেকেই নিয়মিত অভিনয় করছেন। তবে সেগুলোতে তাঁদের প্রধান চরিত্রে দেখা যায় না। সে হিসেবে মিমির এই কাজটি বিশেষ কিছু হতে যাচ্ছে এ বিষয়ে সন্দেহ নেই। জানা গেছে, শুধু মিমি নয়, ওই ওয়েব সিরিজে টালিউডের আরও কয়েকজন শিল্পী অভিনয় করবেন।
সিরিজটি যিনি পরিচালনা করবেন, সেই সৌমিক সেন এর আগে মাধুরী দীক্ষিত ও জুহি চাওলাকে নিয়ে ‘গুলাব গ্যাং’ বানিয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত বাংলা সিনেমা ‘মহালয়া’ বানিয়েও প্রশংসা কুড়িয়েছেন সৌমিক। তাঁর পরবর্তী বিষয়—বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তাই সিরিজটি নিয়ে শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদের মধ্যেও যথেষ্ট আগ্রহ থাকবে; এটা নিশ্চিতভাবেই বলা যায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে