নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রায় ৪ কোটি টাকার দুর্নীতি মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারনের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন দুই ব্যক্তি। তাঁরা ওসি প্রদীপের গ্রামের বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আবদুল মজিদের আদালত তাঁদের সাফাই সাক্ষ্য নেন। এ সময় আসামি ওসি প্রদীপ ও চুমকি কারন উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মাহমুদুল হক মাহমুদ বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে আদালতে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ থেকে দুজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ২০ জুন যুক্তিতর্কের দিন নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রদীপ ও চুমকি কারনের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন ও একই ইউপির সদস্য আবদুল জলিল।
দুদকের অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, চট্টগ্রাম নগরের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোলোশহরের বাড়ি, ৪৫ ভরি সোনা, একটি ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, ব্যাংক হিজাব ও কক্সবাজারের একটি ফ্ল্যাটের মালিক প্রদীপের স্ত্রী চুমকি কারন। তাঁর ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকার। তাঁর বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পায় দুদক।
এ ছাড়া চুমকি নিজেকে মৎস্য ব্যবসায়ী দাবি করলেও এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রদীপ ও তার স্ত্রী ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত।
২০২১ সালের ১৫ ডিসেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন করে আদালত।
প্রসঙ্গত, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত ওসি প্রদীপ। বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামের মৃত হরেন্দ্র লাল দাশের ছেলে।
নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা আরসি চার্চ রোডে তাঁদের নিজস্ব একটি আবাসিক ভবন আছে। সেই ভবনে তার চুমকি কারন সন্তানদের নিয়ে বসবাস করতেন।
চট্টগ্রামে প্রায় ৪ কোটি টাকার দুর্নীতি মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারনের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন দুই ব্যক্তি। তাঁরা ওসি প্রদীপের গ্রামের বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আবদুল মজিদের আদালত তাঁদের সাফাই সাক্ষ্য নেন। এ সময় আসামি ওসি প্রদীপ ও চুমকি কারন উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মাহমুদুল হক মাহমুদ বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে আদালতে ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ থেকে দুজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ২০ জুন যুক্তিতর্কের দিন নির্ধারণ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রদীপ ও চুমকি কারনের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন ও একই ইউপির সদস্য আবদুল জলিল।
দুদকের অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, চট্টগ্রাম নগরের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোলোশহরের বাড়ি, ৪৫ ভরি সোনা, একটি ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, ব্যাংক হিজাব ও কক্সবাজারের একটি ফ্ল্যাটের মালিক প্রদীপের স্ত্রী চুমকি কারন। তাঁর ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকার। তাঁর বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পায় দুদক।
এ ছাড়া চুমকি নিজেকে মৎস্য ব্যবসায়ী দাবি করলেও এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রদীপ ও তার স্ত্রী ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত।
২০২১ সালের ১৫ ডিসেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন করে আদালত।
প্রসঙ্গত, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত ওসি প্রদীপ। বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামের মৃত হরেন্দ্র লাল দাশের ছেলে।
নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা আরসি চার্চ রোডে তাঁদের নিজস্ব একটি আবাসিক ভবন আছে। সেই ভবনে তার চুমকি কারন সন্তানদের নিয়ে বসবাস করতেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে