Ajker Patrika

আগৈলঝাড়া মুক্ত হয় বিজয়ের ৬ দিন পর

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ৪৮
আগৈলঝাড়া মুক্ত হয় বিজয়ের ৬ দিন পর

বরিশালের আগৈলঝাড়া উপজেলা হানাদারমুক্ত দিবস আজ ২২ ডিসেম্বর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের বিজয় ঘোষিত হলেও ৬ দিন পর এই দিনে আগৈলঝাড়ায় বিজয় পতাকা উড়েছিল।

দীর্ঘ ২৮ দিন মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর বাধ্য হয়ে ২২ ডিসেম্বর শতাধিক পাকিস্তানি সেনা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও এখনো সরকারি উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি এখানে।

এ এলাকায় সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, আব্দুল করিম সরদার এমএনএর উদ্যোগে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়। ওই দলের প্রধান ছিলেন মতিয়ার রহমান তালুকদার। সহযোগী ছিলেন নুর মোহম্মাদ গোমস্তা।

কোটালীপাড়ার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় হেমায়েত বাহিনী। তিনি ও তাঁর বাহিনী আগৈলঝাড়া-রামশীল-পয়সারহাট-সিকিরবাজার এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ করেন। সর্বশেষ মুজিব বাহিনীর একটি দল ভারত থেকে প্রশিক্ষণ শেষে আগৈলঝাড়া-গৌরনদীতে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। ওই দলের নেতৃত্বে ছিলেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত