Ajker Patrika

সজীব হত্যাকারীদের গ্রেপ্তারে ছাত্রলীগের আলটিমেটাম

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ০৪
সজীব হত্যাকারীদের গ্রেপ্তারে ছাত্রলীগের আলটিমেটাম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সজীব হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ও উপজেলা ছাত্রলীগ। গত রোববার রাতে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রামগঞ্জ থানার সামনে মুক্তিযোদ্ধা মঞ্চে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে পুরো জেলা অচল করে দেওয়ার হুমকি দেন।

রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করীম নিশান, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মিলন আটিয়া ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অপু মাল।

এ ব্যাপারে রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম জানান, এখন পর্যন্ত (গতকাল বিকেল) রামগঞ্জ থানায় কেউ কোনো অভিযোগ জানায়নি। তারপরও দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে নৌকার প্রার্থী শাহনাজ আক্তারের সমর্থক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সজীব ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত আমির হোসেন খানের সমর্থক মো. মাসুদ আলম তর্কে লিপ্ত হন। একপর্যায়ে আনারস প্রার্থীর সমর্থক মাসুদ আলম ছাত্রলীগ নেতা সজীবের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। তাতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত