বিনোদন প্রতিবেদক, ঢাকা
একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরি হচ্ছে। সেটার একটি দৃশ্যের শুটিংয়ের জন্য ৭০ জন বিভিন্ন বয়সী ছেলেমেয়ে দরকার। তবে কোনো পারিশ্রমিক দিতে পারবেন না নির্মাতা। অভিনয়ের বিনিময়ে দেওয়া হয়েছে সারা রাত পার্টির অফার। এমনকি শুটিং লোকেশনে ‘বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে সারা রাত টাপুর-টুপুর গল্প করতে পারবেন’ এমন প্রস্তাবও দেওয়া হয়েছে। এমন অদ্ভুত কাস্টিং কল দেওয়া হয়েছে ‘দ্য লেডি ল্যান্ড’ বা বামাদেশ নামক একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য।
জানা গেছে, ‘দ্য লেডি ল্যান্ড’ বা বামাদেশ নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে ২০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। সিনেমাটির প্রযোজক ও পরিচালক হিসেবে উল্লেখ করা হয় রাওয়ান সায়েমার নাম। সিনেমাটির ১২ ও ১৪ জুলাইয়ের শুটিংয়ের জন্য নতুন অভিনয়শিল্পী চেয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়। গুগল ডক্সে সম্প্রতি ‘অভিনয়ের সুযোগ বদলে সারা রাত পার্টি, ডিনার-স্ন্যাক্স’ নামে একটি আবেদন ফরমও আপলোড করা হয়।
এতে বলা হয়েছে, ‘আপনি যদি ১২ জুলাই দিনে ও ১৪ জুলাই সারা রাত ফ্রি থাকেন এবং অভিনয়শিল্পী হিসেবে কাজ করতে চান, তাহলে এই ফরমটি ফিলাপ করুন। আপনি যদি মেয়ে হন, চাইলেই আপনার বন্ধুবান্ধবীসহ এসে একসাথে সারা রাত আড্ডা-ফুর্তি করতে পারেন বা আপনার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে সারা রাত টাপুর-টুপুর গল্প করতে পারেন, মাঝেমধ্যে দুই-একটা শট দিলেন নিজেদের মধ্যে গল্প আড্ডার ছলে, এভাবেই এই শুটিংয়ের পার্ট হতে পারবেন।’
বামাদেশ সিনেমার গল্প প্রসঙ্গে ওই আবেদন ফরমে জানানো হয়েছে, সিনেমাটি তৈরি হচ্ছে বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’-এর থিম অবলম্বনে। একটি সরকারি অনুদানের সিনেমায় এ ধরনের অদ্ভুত কাস্টিং কল নিয়ে দেশের চলচ্চিত্রমহল তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আপলোড করা বিজ্ঞাপনটির মন্তব্যের ঘরে এর পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। তবে বিষয়টি সম্পর্কে জানতে ‘দ্য লেডি ল্যান্ড’ বা বামাদেশ সিনেমার নির্মাতা রাওয়ান সায়েমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে চাননি।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরি হচ্ছে। সেটার একটি দৃশ্যের শুটিংয়ের জন্য ৭০ জন বিভিন্ন বয়সী ছেলেমেয়ে দরকার। তবে কোনো পারিশ্রমিক দিতে পারবেন না নির্মাতা। অভিনয়ের বিনিময়ে দেওয়া হয়েছে সারা রাত পার্টির অফার। এমনকি শুটিং লোকেশনে ‘বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে সারা রাত টাপুর-টুপুর গল্প করতে পারবেন’ এমন প্রস্তাবও দেওয়া হয়েছে। এমন অদ্ভুত কাস্টিং কল দেওয়া হয়েছে ‘দ্য লেডি ল্যান্ড’ বা বামাদেশ নামক একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য।
জানা গেছে, ‘দ্য লেডি ল্যান্ড’ বা বামাদেশ নির্মাণের জন্য ২০২১-২২ অর্থবছরে ২০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। সিনেমাটির প্রযোজক ও পরিচালক হিসেবে উল্লেখ করা হয় রাওয়ান সায়েমার নাম। সিনেমাটির ১২ ও ১৪ জুলাইয়ের শুটিংয়ের জন্য নতুন অভিনয়শিল্পী চেয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়। গুগল ডক্সে সম্প্রতি ‘অভিনয়ের সুযোগ বদলে সারা রাত পার্টি, ডিনার-স্ন্যাক্স’ নামে একটি আবেদন ফরমও আপলোড করা হয়।
এতে বলা হয়েছে, ‘আপনি যদি ১২ জুলাই দিনে ও ১৪ জুলাই সারা রাত ফ্রি থাকেন এবং অভিনয়শিল্পী হিসেবে কাজ করতে চান, তাহলে এই ফরমটি ফিলাপ করুন। আপনি যদি মেয়ে হন, চাইলেই আপনার বন্ধুবান্ধবীসহ এসে একসাথে সারা রাত আড্ডা-ফুর্তি করতে পারেন বা আপনার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে সারা রাত টাপুর-টুপুর গল্প করতে পারেন, মাঝেমধ্যে দুই-একটা শট দিলেন নিজেদের মধ্যে গল্প আড্ডার ছলে, এভাবেই এই শুটিংয়ের পার্ট হতে পারবেন।’
বামাদেশ সিনেমার গল্প প্রসঙ্গে ওই আবেদন ফরমে জানানো হয়েছে, সিনেমাটি তৈরি হচ্ছে বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’-এর থিম অবলম্বনে। একটি সরকারি অনুদানের সিনেমায় এ ধরনের অদ্ভুত কাস্টিং কল নিয়ে দেশের চলচ্চিত্রমহল তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আপলোড করা বিজ্ঞাপনটির মন্তব্যের ঘরে এর পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। তবে বিষয়টি সম্পর্কে জানতে ‘দ্য লেডি ল্যান্ড’ বা বামাদেশ সিনেমার নির্মাতা রাওয়ান সায়েমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে চাননি।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪