ভেদাভেদ চাই না নৌকাকে জেতাতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৮: ৩০
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৯: ১৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘প্রার্থী অনেকেই আছেন, কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে, তাই আমি আইভীকে দিয়েছি। আইভী নৌকার প্রার্থী, সবাই নৌকার বিজয়ে কাজ করবেন, এটাই আমি চাই।’

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার দলের ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে জেলা ও মহানগর নেতাদের যৌথ সভা হয়। সভা চলাকালীন নারায়ণগঞ্জের নেতাদের দেখতে চান আওয়ামী লীগের সভাপতি। পরে তিনি দলের সভাপতি-মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের মোবাইলফোনে ভিডিও কল দিয়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ চাই না। নৌকাকে জেতাতে হবে। একটাই কথা, নৌকাকে জেতাতে হবে। হয়তো কারও পছন্দ আছে, কারও পছন্দ নাই, এ রকম থাকতে পারে কিন্তু একজনই তো মনোনয়ন পাবেন। কাজেই আমরা একজনকে দিয়েছি, সবাই নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে।’

এ সময় শেখ হাসিনার পাশে থাকা তাঁর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

তখন জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ছোট আপা সবাইকে মাস্ক পরে থাকতে বলেছেন।’ তিনি সবাইকে ছোট আপা সম্বোধন করে বক্তব্য দেওয়ারও আহ্বান জানান।

নির্বাচন পরিচালনা দলের সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে যৌথ সভা হয়। সভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাঁদের মতামত তুলে ধরেন। সবার বক্তব্য ও মতামত শেষে নাসিক নির্বাচন পরিচালনা টিমের পক্ষ থেকে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সভা পরিচালনা করেন নাসিক নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত সদস্যসচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বৈঠকে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত