ড. মুফতি হুমায়ুন কবির
হজ তিন প্রকার। এক. ইফরাদ হজ অর্থাৎ হজের মাসে শুধু হজ করা। দুই. তামাত্তু হজ অর্থাৎ হজের মাসে দুই ইহরাম দিয়ে হজ ও ওমরাহ করা। ওমরাহর জন্য মিকাত থেকে ইহরাম বাঁধবে আর হজের জন্য ৭ বা ৮ তারিখ মক্কাতেই ইহরাম বাঁধবে। প্রথমে ওমরাহর জন্য তাওয়াফ, সাই করা ও মাথা মুণ্ডানো সেরে নেবে। এরপর হজের জন্য ইহরাম বেঁধে মক্কাবাসীর মতো হজের কাজ সম্পন্ন করবে। তিন. কিরান হজ অর্থাৎ হজের মাসে এক ইহরামে হজ ও ওমরাহ করা। কিরানে মিকাত থেকে একই সঙ্গে হজ ও ওমরাহর ইহরাম বাঁধতে হয়।
এই তিন প্রকারের হজের মধ্যে সব কটিই হাদিস থেকে প্রমাণিত ও শুদ্ধ। তবে কোনটি উত্তম, তা নিয়ে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, কিরান উত্তম, এরপর তামাত্তু, এরপর ইফরাদ। ইমাম শাফেয়ি (রহ.)-এর মতে, ইফরাদ উত্তম, এরপর তামাত্তু, এরপর কিরান। ইমাম মালিক (রহ.)-এর মতে, তামাত্তু উত্তম, এরপর কিরান, এরপর ইফরাদ।
সাধারণভাবে কিরান হজ উত্তম। তবে যাদের হজযাত্রা জিলহজের ৮ তারিখের বেশ কিছুদিন আগে হয়, তাঁদের জন্য তামাত্তু হজ করাই উত্তম। বিশেষ করে নারীদের জন্য, যাতে তাদের চলাফেরায় কোনো ধরনের কষ্ট না হয়। অতএব শক্ত-সামর্থ্য লোকদের জন্য কিরান হজ উত্তম হলেও দুর্বল লোকদের জন্য তামাত্তু হজই উত্তম। আর যারা বদলি হজ করবে, তাদের জন্য ইফরাদ হজই উত্তম। বদলি হজে তামাত্তু ও কেরান হজ অসিয়ত বা অনুমতি থাকলেই বৈধ হবে। (আহসানুল ফাতাওয়া)
লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
হজ তিন প্রকার। এক. ইফরাদ হজ অর্থাৎ হজের মাসে শুধু হজ করা। দুই. তামাত্তু হজ অর্থাৎ হজের মাসে দুই ইহরাম দিয়ে হজ ও ওমরাহ করা। ওমরাহর জন্য মিকাত থেকে ইহরাম বাঁধবে আর হজের জন্য ৭ বা ৮ তারিখ মক্কাতেই ইহরাম বাঁধবে। প্রথমে ওমরাহর জন্য তাওয়াফ, সাই করা ও মাথা মুণ্ডানো সেরে নেবে। এরপর হজের জন্য ইহরাম বেঁধে মক্কাবাসীর মতো হজের কাজ সম্পন্ন করবে। তিন. কিরান হজ অর্থাৎ হজের মাসে এক ইহরামে হজ ও ওমরাহ করা। কিরানে মিকাত থেকে একই সঙ্গে হজ ও ওমরাহর ইহরাম বাঁধতে হয়।
এই তিন প্রকারের হজের মধ্যে সব কটিই হাদিস থেকে প্রমাণিত ও শুদ্ধ। তবে কোনটি উত্তম, তা নিয়ে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, কিরান উত্তম, এরপর তামাত্তু, এরপর ইফরাদ। ইমাম শাফেয়ি (রহ.)-এর মতে, ইফরাদ উত্তম, এরপর তামাত্তু, এরপর কিরান। ইমাম মালিক (রহ.)-এর মতে, তামাত্তু উত্তম, এরপর কিরান, এরপর ইফরাদ।
সাধারণভাবে কিরান হজ উত্তম। তবে যাদের হজযাত্রা জিলহজের ৮ তারিখের বেশ কিছুদিন আগে হয়, তাঁদের জন্য তামাত্তু হজ করাই উত্তম। বিশেষ করে নারীদের জন্য, যাতে তাদের চলাফেরায় কোনো ধরনের কষ্ট না হয়। অতএব শক্ত-সামর্থ্য লোকদের জন্য কিরান হজ উত্তম হলেও দুর্বল লোকদের জন্য তামাত্তু হজই উত্তম। আর যারা বদলি হজ করবে, তাদের জন্য ইফরাদ হজই উত্তম। বদলি হজে তামাত্তু ও কেরান হজ অসিয়ত বা অনুমতি থাকলেই বৈধ হবে। (আহসানুল ফাতাওয়া)
লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে