নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বেশির ভাগ রোগী দীর্ঘমেয়াদি চোখের সমস্যায় ভুগবেন। এ আশঙ্কার কথা জানিয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) মহাসচিব ডা. এম এ আজিজ।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন এম এ আজিজ। এরপর সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের পরিচালকের সম্মেলনে কক্ষে এক বিফ্রিংয়ে রোগীদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডা. এম এ আজিজ বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত হয়ে ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন ৬৩ জন রোগীকে আমি দেখেছি। তাঁদের দেখে মনে হলো, এই রোগীরা প্রাথমিক অবস্থায় সেরে উঠলেও বেশির ভাগ রোগীই চোখের দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগবেন। অবশ্যই তাঁদের নিয়মিত নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।’
এ মানবিক বিপর্যয়কে হত্যাকাণ্ড হিসেবে দেখানোর প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেন স্বাচিপের এ মহাসচিব। তিনি আরও বলেন, এত বড় মানবিক বিপর্যয়ের পরও একটি মহল এটিকে বিতর্কিত করে হত্যাকাণ্ড বলতে চাচ্ছে। কিছু ভুল ও সমন্বয়হীনতা অবশ্যই আছে। সেটির সমালোচনাও হবে। তবে সমালোচনাটা এমনভাবে করা উচিত না, যাতে সমাজের ক্ষতি হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় বর্তমানে ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে চমেক হাসপাতালের আইসিইউতে থাকা একজনকে অর্থোপেডিক ওয়ার্ডে নেওয়া হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন। এ ছাড়া বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে ভর্তি থাকা একজনের অবস্থা এখনো সংকটাপন্ন। তবে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীটির অবস্থা স্থিতিশীল।
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বেশির ভাগ রোগী দীর্ঘমেয়াদি চোখের সমস্যায় ভুগবেন। এ আশঙ্কার কথা জানিয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) মহাসচিব ডা. এম এ আজিজ।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণ করেন এম এ আজিজ। এরপর সকাল সাড়ে ১০টার দিকে চমেক হাসপাতালের পরিচালকের সম্মেলনে কক্ষে এক বিফ্রিংয়ে রোগীদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডা. এম এ আজিজ বলেন, ‘সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত হয়ে ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন ৬৩ জন রোগীকে আমি দেখেছি। তাঁদের দেখে মনে হলো, এই রোগীরা প্রাথমিক অবস্থায় সেরে উঠলেও বেশির ভাগ রোগীই চোখের দীর্ঘমেয়াদি সমস্যায় ভুগবেন। অবশ্যই তাঁদের নিয়মিত নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।’
এ মানবিক বিপর্যয়কে হত্যাকাণ্ড হিসেবে দেখানোর প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেন স্বাচিপের এ মহাসচিব। তিনি আরও বলেন, এত বড় মানবিক বিপর্যয়ের পরও একটি মহল এটিকে বিতর্কিত করে হত্যাকাণ্ড বলতে চাচ্ছে। কিছু ভুল ও সমন্বয়হীনতা অবশ্যই আছে। সেটির সমালোচনাও হবে। তবে সমালোচনাটা এমনভাবে করা উচিত না, যাতে সমাজের ক্ষতি হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় বর্তমানে ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে চমেক হাসপাতালের আইসিইউতে থাকা একজনকে অর্থোপেডিক ওয়ার্ডে নেওয়া হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন। এ ছাড়া বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে ভর্তি থাকা একজনের অবস্থা এখনো সংকটাপন্ন। তবে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীটির অবস্থা স্থিতিশীল।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে