সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। হতাহত ব্যক্তিদের সবাই ইটভাটার শ্রমিক। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার জনা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস মিয়ার ছেলে আমজাদ মিয়া (৩০)। এ ঘটনায় আহতরা হলেন—খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কুয়াশার মধ্যে সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার একটি ইটভাটায় যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি দ্রুত গতির ট্রাক সরাসরি অটোরিকশাটির উপর উঠে গিয়ে অটোরিকশাটিকে দুমড়েমুচড়ে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার যাত্রী জাহাঙ্গীর, মাহফুজ ও আমজাদ নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
দুর্ঘটনার পরপর ঢাকা-সিলেট মহাসড়কের যানজটের সৃষ্টি হলে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পথচারী ও যান চলাচল স্বাভাবিক করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম আজকের পত্রিকাকে বলেন, ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগরের চান্দুরার ইটভাটায় যাচ্ছিলেন ওই পাঁচ শ্রমিক। পথিমধ্যে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের লাশ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার স্থল থেকে ট্রাক ও অটোরিকশা দুটিকেই জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে অটোরিকশাচালক, ট্রাকচালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। হতাহত ব্যক্তিদের সবাই ইটভাটার শ্রমিক। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার জনা মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস মিয়ার ছেলে আমজাদ মিয়া (৩০)। এ ঘটনায় আহতরা হলেন—খেঁজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কুয়াশার মধ্যে সিএনজিচালিত অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার একটি ইটভাটায় যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি দ্রুত গতির ট্রাক সরাসরি অটোরিকশাটির উপর উঠে গিয়ে অটোরিকশাটিকে দুমড়েমুচড়ে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার যাত্রী জাহাঙ্গীর, মাহফুজ ও আমজাদ নিহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
দুর্ঘটনার পরপর ঢাকা-সিলেট মহাসড়কের যানজটের সৃষ্টি হলে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পথচারী ও যান চলাচল স্বাভাবিক করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম আজকের পত্রিকাকে বলেন, ভোরে সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগরের চান্দুরার ইটভাটায় যাচ্ছিলেন ওই পাঁচ শ্রমিক। পথিমধ্যে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের লাশ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার স্থল থেকে ট্রাক ও অটোরিকশা দুটিকেই জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে অটোরিকশাচালক, ট্রাকচালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে