পাবনা প্রতিনিধি
পাবনা পৌর এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রচার ছাড়াই এক ওয়ার্ডের পণ্য অন্য ওয়ার্ডে বিতরণের ফলে অনেকেই পাচ্ছেন না, আবার অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া যোগসাজশ ও কৌশলে অনেক কার্ডধারী গ্রাহকদের কাছে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সেই পণ্য উচ্চমূল্যে দোকানিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।
পাবনা পৌর এলাকার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের জন্য নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান ও পণ্য বিক্রির দায়িত্বপ্রাপ্ত তদারকি (ট্যাগ) অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ভুক্তভোগী কার্ডধারী ও এলাকাবাসী। তাঁরা অভিযোগ করেন, আগে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের পণ্য কাশিপুর মোড় ও মানসিক হাসপাতালের সামনে দেওয়া হতো। কিন্তু ১৩ নম্বর ওয়ার্ড তাদের পণ্য সেই ওয়ার্ডেই বিক্রি করছে। আর বাকি দুই ওয়ার্ডের পণ্য বিক্রির স্থান নির্ধারণ করা হয়েছে ১৫ নম্বর ওয়ার্ডের চক ছাতিয়ানির মোড়ে। গতকাল বুধবার সকাল থেকে কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি চলে। কিন্তু ১৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও কার্ডধারীরা জানেনই না। অনেকেই কাশিপুর মোড় ও মানসিক হাসপাতালের সামনে এসে পণ্য না পেয়ে ফিরে যান।
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ এইচ এম আরেফিন রুবেল বলেন, ‘আমার ওয়ার্ডের মানুষ জানেনই না, আজ পণ্য বিক্রি হচ্ছে। ফলে অনেক কার্ডধারী পণ্য পাননি। এভাবে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সব পণ্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও ট্যাগ অফিসার যোগসাজশ করে বাইরে বিক্রি করছেন। আমার ওয়ার্ডের পণ্য আমার ওয়ার্ডে দেওয়া হলে এই অনিয়মের সুযোগ থাকবে না।’
ঠিকাদার তানভীর ফয়সাল রিয়াদ বলেন, ‘ডিসি এবং ইউএনও অফিস থেকে আমাকে এখানেই পণ্য বিক্রির জন্য স্থান নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেখানে ছাড়া অন্য কোথাও পণ্য বিক্রির সুযোগ নেই। আর এখানে ট্যাগ অফিসারের তত্ত্বাবধানেই পণ্য বিক্রি করি। অবশিষ্ট পণ্য বিকেলে ট্যাগ অফিসারের অনুমতিতেই সাধারণ গরিব-অসহায় মানুষের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রি করি। অনিয়ম করে বিক্রির কোনো সুযোগ নেই।’
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শামি আক্তার বলেন, ‘আসলে ওইখানে ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে মতবিরোধ রয়েছে। ফলে এই সমস্যা দেখা গেছে। এখানে কোনো অনিয়ম হয় না। গত মঙ্গলবার অবশিষ্ট ৪৩টি কার্ড আমি নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ গরিব মানুষের মধ্যে বিতরণ করে আসছি।
অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার বলেন, ‘মাইকিং তো করা হয়েছে। আর টিসিবির পণ্য অন্য কোথাও বিক্রির সুযোগ নেই। কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়, তাহলে অবশ্যই আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
পাবনা পৌর এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রচার ছাড়াই এক ওয়ার্ডের পণ্য অন্য ওয়ার্ডে বিতরণের ফলে অনেকেই পাচ্ছেন না, আবার অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। এ ছাড়া যোগসাজশ ও কৌশলে অনেক কার্ডধারী গ্রাহকদের কাছে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সেই পণ্য উচ্চমূল্যে দোকানিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে।
পাবনা পৌর এলাকার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের জন্য নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান ও পণ্য বিক্রির দায়িত্বপ্রাপ্ত তদারকি (ট্যাগ) অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ভুক্তভোগী কার্ডধারী ও এলাকাবাসী। তাঁরা অভিযোগ করেন, আগে ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের পণ্য কাশিপুর মোড় ও মানসিক হাসপাতালের সামনে দেওয়া হতো। কিন্তু ১৩ নম্বর ওয়ার্ড তাদের পণ্য সেই ওয়ার্ডেই বিক্রি করছে। আর বাকি দুই ওয়ার্ডের পণ্য বিক্রির স্থান নির্ধারণ করা হয়েছে ১৫ নম্বর ওয়ার্ডের চক ছাতিয়ানির মোড়ে। গতকাল বুধবার সকাল থেকে কার্ডধারীদের মধ্যে পণ্য বিক্রি চলে। কিন্তু ১৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও কার্ডধারীরা জানেনই না। অনেকেই কাশিপুর মোড় ও মানসিক হাসপাতালের সামনে এসে পণ্য না পেয়ে ফিরে যান।
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ এইচ এম আরেফিন রুবেল বলেন, ‘আমার ওয়ার্ডের মানুষ জানেনই না, আজ পণ্য বিক্রি হচ্ছে। ফলে অনেক কার্ডধারী পণ্য পাননি। এভাবে পণ্য বিক্রি না করে পরবর্তী সময়ে সব পণ্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও ট্যাগ অফিসার যোগসাজশ করে বাইরে বিক্রি করছেন। আমার ওয়ার্ডের পণ্য আমার ওয়ার্ডে দেওয়া হলে এই অনিয়মের সুযোগ থাকবে না।’
ঠিকাদার তানভীর ফয়সাল রিয়াদ বলেন, ‘ডিসি এবং ইউএনও অফিস থেকে আমাকে এখানেই পণ্য বিক্রির জন্য স্থান নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেখানে ছাড়া অন্য কোথাও পণ্য বিক্রির সুযোগ নেই। আর এখানে ট্যাগ অফিসারের তত্ত্বাবধানেই পণ্য বিক্রি করি। অবশিষ্ট পণ্য বিকেলে ট্যাগ অফিসারের অনুমতিতেই সাধারণ গরিব-অসহায় মানুষের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রি করি। অনিয়ম করে বিক্রির কোনো সুযোগ নেই।’
অনিয়মের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শামি আক্তার বলেন, ‘আসলে ওইখানে ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে মতবিরোধ রয়েছে। ফলে এই সমস্যা দেখা গেছে। এখানে কোনো অনিয়ম হয় না। গত মঙ্গলবার অবশিষ্ট ৪৩টি কার্ড আমি নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ গরিব মানুষের মধ্যে বিতরণ করে আসছি।
অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ বিষয়ে পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদা আক্তার বলেন, ‘মাইকিং তো করা হয়েছে। আর টিসিবির পণ্য অন্য কোথাও বিক্রির সুযোগ নেই। কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়, তাহলে অবশ্যই আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে