হাওরে হবে উড়াল সড়ক, মধ্যনগরে আনন্দ মিছিল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০৬: ০৫
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ১৮

হাওরে ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে উড়াল সড়ক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেওয়ায় মধ্যনগরে আনন্দ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ও সুনামগঞ্জ জেলাকে সংযুক্ত করতে উড়াল সড়ক অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে অভিনন্দন জানিয়ে এ মিছিল বের করে। মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে দলীয় কার্যালয়ে সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সহসভাপতি জহিরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এস এম শামসুদ্দিন, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত