আজকের পত্রিকা ডেস্ক
ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে সরু রাস্তার জায়গা দখল করে বসা অবৈধ হাটবাজার, গাড়ির স্ট্যান্ড, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বরিশাল নগরের ভেতরে ১২ কিলোমিটার মহাসড়ক ঘুরে দেখা গেছে, চৌমাথা লেকসংলগ্ন এলাকায় মহাসড়কের মধ্যে স্থাপন করা শাহান আর বেগম পার্কের কারণে প্রতিদিন যানজট লেগেই থাকছে, যা চৌমাথা থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছাচ্ছে। অন্যদিকে কাশিপুর থেকে গৌরনদী পর্যন্ত একাধিক বাজার, করাতকল ও দোকানপাটের মতো স্থাপনা ঝুঁকির মুখে ফেলবে ঈদযাত্রাকে। বাজারগুলো সড়কের পাশেই বসে। প্রতিটি বাজারে রয়েছে আবার গাড়ির স্ট্যান্ড। সেখানে বিভিন্ন গাড়ি যাত্রী ওঠানামা করে। এ কারণে দূরপাল্লার বাসগুলোকে সেখানে আটকা পড়তে হচ্ছে।
এ নিয়ে কথা হলে বরিশাল নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান বলেন, ‘ঈদযাত্রায় বড় প্রতিবন্ধকতা অবৈধ স্থাপনা। সড়কের দুই পাশে এত বেশি অবৈধ স্থাপনা, বাস চলাচলে ঝুঁকি থেকে যায়।’
মহাসড়কটি মাদারীপুরে অংশে মাত্র ১৮ থেকে ২৪ ফুট প্রস্থ। সেখানে কথা হলে ট্রাকচালক আনোয়ার হোসেন বলেন, ‘মাদারীপুর থেকে ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছি। মহাসড়কটি সরু হওয়ায় যাতায়াত করতে আমাদের নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।’
এ ব্যাপারে জানতে চাইলে মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ‘ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করা যাবে। ইতিমধ্যে ডিপিপি প্রণয়ন করা হয়েছে। সড়ক নির্মাণে কারা অর্থায়ন করবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আশা করছি, অতি দ্রুত সড়কটি উন্নয়নের কাজ শুরু করা সম্ভব হবে।’
ফরিদপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা, বাজার এলাকায় জনসমাগম, রাস্তা ও সেতু সংকুচিত এবং টোলপ্লাজায় কাউন্টার সংকট রয়েছে। ফলে বিশেষ করে আটটি জায়গায় যানজট হচ্ছে। সেগুলো হলো ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের মুন্সিবাজার, ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজার, ভাঙ্গা পৌরসভা, ভাঙ্গা ট্রাফিক মোড়, নগরকান্দা উপজেলার তালমা বাজার ও ভাঙ্গার শেষ প্রান্তে টেকেরহাট অংশ এবং ঢাকা-খুলনা মহাসড়কের জেলা সদরের কানাইপুর বাজার ও মধুখালী উপজেলার কামারখালী টোলপ্লাজা।
জেলা ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে তাঁদের গন্তব্যে যেতে পারেন, সে জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। যদি কোথাও দুর্ঘটনার কারণে যানজট লেগে যায় সে ক্ষেত্রে আমাদের কুইক রেসপন্স টিম মাঠে রয়েছে এবং রেকার প্রস্তুত আছে। তারা দ্রুত যানজট নিরসনে কাজ করবে।’
প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন বরিশালের নিজস্ব প্রতিবেদক খান রফিক, মাদারীপুর প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী ও ফরিদপুর প্রতিনিধি হাসান মাতুব্বর (শ্রাবণ)।
ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে সরু রাস্তার জায়গা দখল করে বসা অবৈধ হাটবাজার, গাড়ির স্ট্যান্ড, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বরিশাল নগরের ভেতরে ১২ কিলোমিটার মহাসড়ক ঘুরে দেখা গেছে, চৌমাথা লেকসংলগ্ন এলাকায় মহাসড়কের মধ্যে স্থাপন করা শাহান আর বেগম পার্কের কারণে প্রতিদিন যানজট লেগেই থাকছে, যা চৌমাথা থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছাচ্ছে। অন্যদিকে কাশিপুর থেকে গৌরনদী পর্যন্ত একাধিক বাজার, করাতকল ও দোকানপাটের মতো স্থাপনা ঝুঁকির মুখে ফেলবে ঈদযাত্রাকে। বাজারগুলো সড়কের পাশেই বসে। প্রতিটি বাজারে রয়েছে আবার গাড়ির স্ট্যান্ড। সেখানে বিভিন্ন গাড়ি যাত্রী ওঠানামা করে। এ কারণে দূরপাল্লার বাসগুলোকে সেখানে আটকা পড়তে হচ্ছে।
এ নিয়ে কথা হলে বরিশাল নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান বলেন, ‘ঈদযাত্রায় বড় প্রতিবন্ধকতা অবৈধ স্থাপনা। সড়কের দুই পাশে এত বেশি অবৈধ স্থাপনা, বাস চলাচলে ঝুঁকি থেকে যায়।’
মহাসড়কটি মাদারীপুরে অংশে মাত্র ১৮ থেকে ২৪ ফুট প্রস্থ। সেখানে কথা হলে ট্রাকচালক আনোয়ার হোসেন বলেন, ‘মাদারীপুর থেকে ট্রাক নিয়ে ঢাকায় যাচ্ছি। মহাসড়কটি সরু হওয়ায় যাতায়াত করতে আমাদের নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।’
এ ব্যাপারে জানতে চাইলে মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, ‘ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করা যাবে। ইতিমধ্যে ডিপিপি প্রণয়ন করা হয়েছে। সড়ক নির্মাণে কারা অর্থায়ন করবে সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আশা করছি, অতি দ্রুত সড়কটি উন্নয়নের কাজ শুরু করা সম্ভব হবে।’
ফরিদপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা, বাজার এলাকায় জনসমাগম, রাস্তা ও সেতু সংকুচিত এবং টোলপ্লাজায় কাউন্টার সংকট রয়েছে। ফলে বিশেষ করে আটটি জায়গায় যানজট হচ্ছে। সেগুলো হলো ঢাকা-বরিশাল মহাসড়কের জেলা সদরের মুন্সিবাজার, ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজার, ভাঙ্গা পৌরসভা, ভাঙ্গা ট্রাফিক মোড়, নগরকান্দা উপজেলার তালমা বাজার ও ভাঙ্গার শেষ প্রান্তে টেকেরহাট অংশ এবং ঢাকা-খুলনা মহাসড়কের জেলা সদরের কানাইপুর বাজার ও মধুখালী উপজেলার কামারখালী টোলপ্লাজা।
জেলা ট্রাফিক পরিদর্শক তুহিন লস্কর বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে তাঁদের গন্তব্যে যেতে পারেন, সে জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। যদি কোথাও দুর্ঘটনার কারণে যানজট লেগে যায় সে ক্ষেত্রে আমাদের কুইক রেসপন্স টিম মাঠে রয়েছে এবং রেকার প্রস্তুত আছে। তারা দ্রুত যানজট নিরসনে কাজ করবে।’
প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন বরিশালের নিজস্ব প্রতিবেদক খান রফিক, মাদারীপুর প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী ও ফরিদপুর প্রতিনিধি হাসান মাতুব্বর (শ্রাবণ)।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে