গৃহনির্মাণশ্রমিক উপপরিষদের নির্বাচন আজ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০৪: ৪৪
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১১: ৫২

বগুড়ার সারিয়াকান্দিতে গৃহনির্মাণশ্রমিক উপপরিষদের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মাঝখানে থাকবে জুমার নামাজের বিরতি। নির্বাচনে ১ হাজার ৫২৯ জন শ্রমিক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সারিয়াকান্দি গৃহনির্মাণশ্রমিক উপপরিষদের অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহসভাপতিতে ২ জন, সাধারণ সম্পাদকে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদকে ২ জন, সাংগঠনিক সম্পাদকে ২ জন, কোষাধ্যক্ষে ২ জন ও দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন ছাড়াই সহ-সাংগঠনিক পদে রবিন মিয়া, প্রচার সম্পাদক পদে ডালিম মিয়া, ক্রীড়া সম্পাদক পদে শুকুর আলী এবং ধর্মবিষয়ক সম্পাদক পদে হযরত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন স্থগিত চেয়ে গত রোববার সারিয়াকান্দি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন শ্রমিকদের এক পক্ষ। অপরদিকে তাঁদের অভিযোগ অস্বীকার করে সোমবার সারিয়াকান্দি প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীরা।

শ্রমিকদের নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার মাইকিং হয়েছে। প্রার্থীদের এবং ভোটার শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিল চা স্টলসহ সব জনসমাগম কেন্দ্র। উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক পোস্টারে ভরে গেছে।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম এ বিষয়ে বলেন, ‘ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। শ্রমিকেরা যাতে তাঁদের ভোটাধিকার নিরাপদে প্রয়োগ করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত