১৬ ইউপিতে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

ঘিওর ও সাটুরিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০৬: ০৩
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪: ১০

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) মানিকগঞ্জের ঘিওরের সাতটি ও সাটুরিয়ার নয়টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দলটির মনোনয়ন সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঘিওর: ঘিওরের সাত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ। উপজেলার সাত ইউপির মধ্যে বানিয়াজুরী ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. নুর আলম, পয়লা ইউপিতে মো. হারুন অর রশিদ, সিংজুরী ইউপিতে মো. আব্দুল আজিজ।

এ ছাড়া ঘিওর ইউপিতে মো. হামিদুর রহমান, বরটিয়া ইউপিতে মো. সামছুল মোল্লা রওশন, বালিয়াখোড়া ইউপিতে এম এ লতিফ ও নালী ইউনিয়নে মো. আব্দুল কুদ্দুস আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

সাটুরিয়া: সাটুরিয়ার নয় ইউপিতে ছয়জন পুরোনো ও তিনজন নতুন মুখ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ নয় ইউপিতে মোট ৪৫ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

উপজেলার নয় ইউপির মধ্যে হরগজ ইউপিতে মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, বালিয়াটি ইউপিতে মো. রহুল আমিন, সাটুরিয়া ইউপিতে মো. আনোয়ার হোসেন পিন্টু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী মনোনয়ন পাওয়া অন্যরা হলেন ফুকুরহাটি ইউপিতে মো. আফাজ উদ্দিন, তিল্লি ইউপিতে মো. শরিফুল ইসলাম ধলা, বরাইদ ইউপিতে মো. হারুন অর রশিদ, ধানকোড়া ইউপিতে আব্দুল রউফ, দিঘলিয়া ইউনিয়নে মো. শফিউল আলম জুয়েল ও দরগ্রাম ইউনিয়নে মো. আলীনূর বক্স রতন।

ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ২৮ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। আগামী ২৩ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এইচএসসি পরীক্ষার কারণে তা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত