সাবেক এমপি রনির মালপত্র নিলামে বিক্রি

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২২, ০৬: ৩১
আপডেট : ২১ জুলাই ২০২২, ১১: ৩২

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির উচ্ছেদ হওয়া বাড়ির নির্মাণসামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে উচ্ছেদ হওয়া বাড়ির স্থানে গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুমের উপস্থিতিতে নিলাম অনুষ্ঠিত হয়।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার সাংবাদিকদের জানান, ভেঙে ফেলা বাড়ির ইট ও রড বিক্রিতে স্পট নিলাম দেওয়া হয়েছে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ লাখ ৬৫ হাজার টাকায় আবদুল জলিল নামের এক ব্যক্তি এসব মালামাল কিনে নেন।

গত মঙ্গলবার সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বসতবাড়ি উচ্ছেদ করা হয়। সরকারি জমি ইজারা নিয়ে ইজারা নীতিমালা ভঙ্গ করে বাজারের চান্দিভিটার জমিতে পাকা বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোলাম মাওলা রনি উলানিয়া বন্দরে চান্দিভিটার জমি এক বছর মেয়াদি বন্দোবস্ত নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সরকারি জমি থেকে তাঁর স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও কোনো পদক্ষেপ নেননি। তাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবদুল কাইয়ুম বলেন, শর্ত অনুযায়ী সরকারি খাসজমি বন্দোবস্ত নিয়ে সেখানে কোনো প্রকার পাকা ভবন নির্মাণ করতে পারবে না। কিন্তু এসব বন্দোবস্তকারীরা শর্ত ভঙ্গ করে সেখানে পাকা ভবন নির্মাণ করেন। এ বিষয়ে গোলাম মাওলা রনি সাংবাদিকের বলেন, ‘এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমরা এখানে বসবাস করছি। সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও কীভাবে তারা আমার ঘরবাড়ি উচ্ছেদ করেছে, তা জানি না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত