মতিন রহমান
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তরুণ মজুমদার বিশেষ স্থানে থাকবেন। শুধু তিনি একা নন, তাঁর স্ত্রী অভিনেত্রী সন্ধ্যা রায়ও। তরুণ মজুমদারকে নিয়ে বাংলাদেশে কখনো মাতামাতি ছিল না। সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক নিয়েই আমরা সব সময় কথা বলতে চেয়েছি। তরুণ মজুমদারও গুরুত্বপূর্ণ সিনেমা বানিয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ‘গণদেবতা’ বানিয়েছিলেন। এ কাহিনিকে যে রুপালি পর্দায় ধরা যায়, সেটাই হয়তো তরুণ মজুমদার না দেখালে বিশ্বাস করা যেত না। সেই সময়ের অস্থির ভারতবর্ষের গল্পটা তিনি সাহস করে বলেছেন।
তাঁর আরেকটি বিখ্যাত সিনেমা ‘পলাতক’। অসাধারণ গল্পের সিনেমা। বাংলার রূপ-প্রকৃতি সরলতা ফুটিয়ে তোলার জন্য তিনি অনন্য ছিলেন। বাংলার গ্রাম দেখতে গেলে, গ্রামের বৃষ্টি দেখতে চাইলে, গ্রামের পথ সেলুলয়েডে স্টাডি করতে চাইলে তরুণ মজুমদারকে দেখতে হবে। হেমন্ত-মান্না দের কণ্ঠ যেন তরুণ মজুমদারের সিনেমার জন্যই তৈরি ছিল। সিনেমায় ভাটিয়ালি, বাউল গানের ব্যবহার জানতে হলে তরুণ মজুমদারের সিনেমা দেখতে হবে। বাংলার জোছনা, কাশফুল এত সুন্দর হতে পারে, তা আমাদের সরল ভঙ্গিতে শিখিয়েছেন তিনি।
মধ্যবিত্তের জীবনের গল্প বলার কাহিনিকার হিসেবে অমর হয়ে থাকবেন তিনি। বিংশ শতাব্দীর শেষভাগে বাংলার ঘর থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছিল যৌথ পরিবারের সংজ্ঞা। সেখানে তরুণ মজুমদার পরিবারের গল্প বলতেই পছন্দ করতেন। বাঙালির খুব চেনা রং, গন্ধ, পরিবেশ আর মানুষের সঙ্গে কাটিয়ে দিয়েছেন সিনেমার প্রায় পাঁচ যুগ। দর্শকের ভীষণ কাছের সিনেমা বানাতেন, খুব চেনা অথচ নিছক বিনোদন নয়। সবচেয়ে বড় ব্যাপার, বক্স অফিস কখনো তাঁর সিনেমা থেকে মুখ ফেরায়নি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যয়, বিমল কর, শরদিন্দু বন্দ্যোপাধ্যয় প্রমুখের উপন্যাস নিয়ে বিখ্যাত সব সিনেমা বানিয়েছেন।
যখন গ্রামবাংলার কথা সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে, তখন তরুণ মজুমদার যেন আরও বেশি উচ্চারিত নাম। এক সাক্ষাৎকারে তরুণ মজুমদার বলেছিলেন, ‘আমি সব সময় মানুষের সম্পর্ক ও মূল্যবোধগুলো নিয়ে কৌতূহলী ছিলাম। আমি মনে করি, মানুষের আরও ভালো মানুষ হওয়ার অনুসন্ধান করতে হয়। আরও মনে করি, মধ্যবিত্তের পরিবেশটা ভালো করে বুঝে সেটিকে সেলুলয়েডে নানাভাবে তুলে আনতে হয়।’ সেটাই তিনি সারাজীবন করে গিয়েছেন।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তরুণ মজুমদার বিশেষ স্থানে থাকবেন। শুধু তিনি একা নন, তাঁর স্ত্রী অভিনেত্রী সন্ধ্যা রায়ও। তরুণ মজুমদারকে নিয়ে বাংলাদেশে কখনো মাতামাতি ছিল না। সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক নিয়েই আমরা সব সময় কথা বলতে চেয়েছি। তরুণ মজুমদারও গুরুত্বপূর্ণ সিনেমা বানিয়েছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ‘গণদেবতা’ বানিয়েছিলেন। এ কাহিনিকে যে রুপালি পর্দায় ধরা যায়, সেটাই হয়তো তরুণ মজুমদার না দেখালে বিশ্বাস করা যেত না। সেই সময়ের অস্থির ভারতবর্ষের গল্পটা তিনি সাহস করে বলেছেন।
তাঁর আরেকটি বিখ্যাত সিনেমা ‘পলাতক’। অসাধারণ গল্পের সিনেমা। বাংলার রূপ-প্রকৃতি সরলতা ফুটিয়ে তোলার জন্য তিনি অনন্য ছিলেন। বাংলার গ্রাম দেখতে গেলে, গ্রামের বৃষ্টি দেখতে চাইলে, গ্রামের পথ সেলুলয়েডে স্টাডি করতে চাইলে তরুণ মজুমদারকে দেখতে হবে। হেমন্ত-মান্না দের কণ্ঠ যেন তরুণ মজুমদারের সিনেমার জন্যই তৈরি ছিল। সিনেমায় ভাটিয়ালি, বাউল গানের ব্যবহার জানতে হলে তরুণ মজুমদারের সিনেমা দেখতে হবে। বাংলার জোছনা, কাশফুল এত সুন্দর হতে পারে, তা আমাদের সরল ভঙ্গিতে শিখিয়েছেন তিনি।
মধ্যবিত্তের জীবনের গল্প বলার কাহিনিকার হিসেবে অমর হয়ে থাকবেন তিনি। বিংশ শতাব্দীর শেষভাগে বাংলার ঘর থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছিল যৌথ পরিবারের সংজ্ঞা। সেখানে তরুণ মজুমদার পরিবারের গল্প বলতেই পছন্দ করতেন। বাঙালির খুব চেনা রং, গন্ধ, পরিবেশ আর মানুষের সঙ্গে কাটিয়ে দিয়েছেন সিনেমার প্রায় পাঁচ যুগ। দর্শকের ভীষণ কাছের সিনেমা বানাতেন, খুব চেনা অথচ নিছক বিনোদন নয়। সবচেয়ে বড় ব্যাপার, বক্স অফিস কখনো তাঁর সিনেমা থেকে মুখ ফেরায়নি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যয়, বিমল কর, শরদিন্দু বন্দ্যোপাধ্যয় প্রমুখের উপন্যাস নিয়ে বিখ্যাত সব সিনেমা বানিয়েছেন।
যখন গ্রামবাংলার কথা সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে, তখন তরুণ মজুমদার যেন আরও বেশি উচ্চারিত নাম। এক সাক্ষাৎকারে তরুণ মজুমদার বলেছিলেন, ‘আমি সব সময় মানুষের সম্পর্ক ও মূল্যবোধগুলো নিয়ে কৌতূহলী ছিলাম। আমি মনে করি, মানুষের আরও ভালো মানুষ হওয়ার অনুসন্ধান করতে হয়। আরও মনে করি, মধ্যবিত্তের পরিবেশটা ভালো করে বুঝে সেটিকে সেলুলয়েডে নানাভাবে তুলে আনতে হয়।’ সেটাই তিনি সারাজীবন করে গিয়েছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে