Ajker Patrika

মেডিকেল কলেজের দাবিতে পদযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ০০
মেডিকেল কলেজের দাবিতে পদযাত্রা

মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের উদ্যোগে পদযাত্রা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুসুমবাগ চত্বর থেকে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয় এ পদযাত্রা। এ সময় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বকসি ইকবাল আহমদ, সৈয়দ নওশের আলী, বাপা সভাপতি আ স ম সালেহ সুহেল, বেলাল তালুকদার, ফয়ছল মনসুর, তাকবির হোসেন ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতারা। পদযাত্রা শেষে বক্তারা অবিলম্বে জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান।

আয়োজকেরা বলেন, ‘২০১৭ সাল থেকে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত