মহাসড়কজুড়ে বিলবোর্ডঝুঁকিতে যাত্রী, পথচারী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০: ৩৬
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০: ৪৮

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর। প্রতিদিন এ গোলচত্বর দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। আধুনিক ও দৃষ্টিনন্দন হওয়ায় সেখানে ভিড় করেন শত শত দর্শনার্থী। কিন্তু এ চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে যত্রতত্র নির্মাণ করা অবৈধ সব বিলবোর্ড। দর্শনার্থী ও স্থানীয়রা নিরাপদ চলাচলের জন্য এসব অপসারণের দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু ও মহাসড়ক নির্মাণের ফলে ঢাকা থেকে খুলনা ও বরিশাল সড়কের দুই পাশে গড়ে উঠেছে বহুতল ভবন ও বিভিন্ন কলকারখানা। আর এসবকেই পুঁজি করে এক শ্রেণির দালাল চক্র ভবনের ছাদে, মহাসড়কের পাশে, বিভিন্ন মার্কেটের প্রবেশমুখে স্থাপন করেছে অবৈধ বিলবোর্ড। নামীদামি বিভিন্ন কসমেটিক, জুতা, রড-সিমেন্ট ও মোবাইল কোম্পানির নানা ধরনের অফার এসব বিলবোর্ডে প্রচার হচ্ছে। সাধারণ স্টিল ও লোহার নির্মিত বিলবোর্ডের পাশাপাশি ডিজিটাল আধুনিক লাইটসমৃদ্ধ বিলবোর্ডও রয়েছে।

এসব বিলবোর্ড একটু বাতাসেই হেলে পড়ছে বাস, দোকানপাটসহ আশপাশের ঘরবাড়ির ওপর। 
গত ৩১ মার্চ কালবৈশাখীর ঝড়ে ভাঙ্গা গোলচত্বর এলাকার ডজনখানেক বিলবোর্ড ভেঙে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গত বছরে গোলচত্বরে বৃহৎ একটি বিলবোর্ড ভেঙে দুটি যাত্রীবাহী বাসের ওপর পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পর ভাঙা পৌরসভা নামমাত্র কিছু বিলবোর্ড অপসারণ করলেও এখনো শত শত বিল বোর্ড গোল চত্বরের চারপাশে দাঁড়িয়ে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কোম্পানিগুলো কোনো ধরনের ঝুঁকির কথা চিন্তা না করেই নিম্নমানের সামগ্রী দিয়ে বৃহৎ আকৃতির বিলবোর্ড নির্মাণ করে চলে যায়। ঝুঁকিতে থেকে যায় তাঁদের মতো সাধারণ মানুষ। এগুলো দ্রুত অপসারণ করা দরকার।

গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিলবোর্ড অপসারণের বিষয়টি আবার উঠে আসে। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খুদা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন। 
ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা মো. ফয়েজ অসুস্থ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার মাতুব্বরকে ফোন করলে তিনি মেয়রের অনুমতি ছাড়া কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

ইউএনও কুদরত-এ খুদা বলেন, ‘পৌরসভাকে অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলাধীন এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে স্থাপিত বিলবোর্ড স্থাপনকারী কোম্পানি ও সংস্থার তালিকা করা হচ্ছে। তালিকা শেষে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত