অরূপ রায়, সাভার
থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকার বিপণিবিতান সিটি সেন্টারে মোবাইল ফোনের দোকান রয়েছে নাজমুল হুদার। ছোট ছোট দোকান, অসমাপ্ত নর্দমা আর হকারদের ঠেলে প্রতিদিন দোকানে পৌঁছাতে হয় তাঁকে। তাঁর মতো অনেক ব্যবসায়ী ও কয়েক হাজার পথচারীকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় চলতে প্রতিদিনই এমন ভোগান্তি পোহাতে হয়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে।
এ কাজের অংশ হিসেবে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে ফুটপাত ও ফুটপাতসংলগ্ন রাস্তা কেটে নর্দমা নির্মাণের কাজ চলছে। বৃষ্টি আর পল্লী বিদ্যুতের খুঁটির কারণে নির্মাণকাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে সওজ কর্তৃপক্ষ। গতকাল সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশের কোথাও আংশিক নর্দমা নির্মাণ করা হয়েছে।
কোথাও নর্দমা নির্মাণের জন্য ফুটপাত ও ফুটপাতসংলগ্ন সওজের জায়গা কেটে রাখা হয়েছে। আর এতে জমে আছে পানি। নর্দমার জন্য কেটে রাখার পাশে হাঁটার জায়গা জুড়ে বসেছে নানা পণ্যের পসরা। এ দোকান আর হকারদের ঠেলেই গন্তব্যে পৌঁছাতে দেখা যায় ব্যবসায়ী ও পথচারীদের। তমা ইলেকট্রনিকসের মালিক নাজমুল হুদা বলেন, বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশে বড় বড় কয়েকটি বিপণিবিতান রয়েছে। এ ছাড়া রয়েছে কয়েক শ বৈধ দোকান ও হোটেল।
এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে প্রতিদিন ব্যবসায়ী ও কয়েক হাজার লোকের আগমন ঘটে বাসস্ট্যান্ড এলাকায়। আর এদের সবারই ছোট ছোট দোকান, অসমাপ্ত নর্দমা আর হকারদের কারণে ভোগান্তির শিকার হতে হয়। বাসস্ট্যান্ড এলাকার আপন হোটেলের মালিক বাসু ঘোষ বলেন, আট মাস ধরে বাসস্ট্যান্ড এলাকায় নর্দমা নির্মাণের কাজ চলছে। কাজ শুরুর পরপরই তাঁর হোটেলের সামনে গভীর করে খাদ করা হয়। ওই অংশে এখনো নর্দমা নির্মাণ করা হয়নি।
হোটেলের সামনে করা বড় খাদে জমে থাকা পানির কারণে সাত মাস ধরে তাঁর হোটেল বন্ধ। সম্প্রতি এ কারণে তিনি হোটেল ব্যবসা ছেড়ে দিয়েছেন। বাসস্ট্যান্ড এলাকার বিপণিবিতান রাজ্জাক প্লাজার কংকা জুয়েলার্সের মালিক অসিম চক্রবর্তী বলেন, তাঁদের বিপণিবিতানের সামনে মাস তিনেক ধরে কেটে খাদ করে রাখা হয়েছে। বাঁশ দিয়ে বিপণিবিতানে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। ওই বাঁশের ওপর দিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে আবদুস সালাম নামে এক পথচারী রাজ্জাক প্লাজার সামনে বাঁশের সাঁকো থেকে নিচে পড়ে যান। তিনি কেনাকাটার জন্য ওই বিপণিবিতানে যাচ্ছিলেন। আবদুস সালাম বলেন, বাসস্ট্যান্ড এলাকাটি সাভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এখানে প্রতিদিন কয়েক হাজার লোক জড়ো হন। এর পরেও নির্মাণকাজ দ্রুত শেষ করার কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সিটি সেন্টারের সামনে পথচারীদের হাঁটার জায়গায় পাশাপাশি দুটি ফলের দোকান বসিয়েছেন কবীর হোসেন নামে এক ব্যক্তি। একটি দোকানের কর্মচারী সজীব বলেন, এক নেতা তাঁদের দোকান বসানোর ব্যবস্থা করে দিয়েছেন। এ জন্য তাঁকে প্রতিদিন টাকা দিতে হয়। ওই নেতার নাম জানেন না বলে জানান তিনি। রাজ্জাক প্লাজা দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক গোবিন্দ ঘোষ বলেন, দোকানের সামনে বড় গর্ত রয়েছে। আর তাতে পানি জমে থাকার কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের যাতায়াত করতে সমস্যা হয়।
এ কারণে অনেকেই মাসের পর মাস ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। অনেকে বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ঢাকার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আল-মামুন বলেন, পল্লী বিদ্যুতের খুঁটি আর বৃষ্টির পানির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পল্লী বিদ্যুৎ তাদের খুঁটি সরিয়ে নিলে আর বর্ষাকাল চলে গেলে দ্রুত নর্দমার নির্মাণকাজ শেষ করা হবে।
থেকে সাভার বাসস্ট্যান্ড এলাকার বিপণিবিতান সিটি সেন্টারে মোবাইল ফোনের দোকান রয়েছে নাজমুল হুদার। ছোট ছোট দোকান, অসমাপ্ত নর্দমা আর হকারদের ঠেলে প্রতিদিন দোকানে পৌঁছাতে হয় তাঁকে। তাঁর মতো অনেক ব্যবসায়ী ও কয়েক হাজার পথচারীকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় চলতে প্রতিদিনই এমন ভোগান্তি পোহাতে হয়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে।
এ কাজের অংশ হিসেবে সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে ফুটপাত ও ফুটপাতসংলগ্ন রাস্তা কেটে নর্দমা নির্মাণের কাজ চলছে। বৃষ্টি আর পল্লী বিদ্যুতের খুঁটির কারণে নির্মাণকাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে সওজ কর্তৃপক্ষ। গতকাল সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশের কোথাও আংশিক নর্দমা নির্মাণ করা হয়েছে।
কোথাও নর্দমা নির্মাণের জন্য ফুটপাত ও ফুটপাতসংলগ্ন সওজের জায়গা কেটে রাখা হয়েছে। আর এতে জমে আছে পানি। নর্দমার জন্য কেটে রাখার পাশে হাঁটার জায়গা জুড়ে বসেছে নানা পণ্যের পসরা। এ দোকান আর হকারদের ঠেলেই গন্তব্যে পৌঁছাতে দেখা যায় ব্যবসায়ী ও পথচারীদের। তমা ইলেকট্রনিকসের মালিক নাজমুল হুদা বলেন, বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয় পাশে বড় বড় কয়েকটি বিপণিবিতান রয়েছে। এ ছাড়া রয়েছে কয়েক শ বৈধ দোকান ও হোটেল।
এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে ঘিরে প্রতিদিন ব্যবসায়ী ও কয়েক হাজার লোকের আগমন ঘটে বাসস্ট্যান্ড এলাকায়। আর এদের সবারই ছোট ছোট দোকান, অসমাপ্ত নর্দমা আর হকারদের কারণে ভোগান্তির শিকার হতে হয়। বাসস্ট্যান্ড এলাকার আপন হোটেলের মালিক বাসু ঘোষ বলেন, আট মাস ধরে বাসস্ট্যান্ড এলাকায় নর্দমা নির্মাণের কাজ চলছে। কাজ শুরুর পরপরই তাঁর হোটেলের সামনে গভীর করে খাদ করা হয়। ওই অংশে এখনো নর্দমা নির্মাণ করা হয়নি।
হোটেলের সামনে করা বড় খাদে জমে থাকা পানির কারণে সাত মাস ধরে তাঁর হোটেল বন্ধ। সম্প্রতি এ কারণে তিনি হোটেল ব্যবসা ছেড়ে দিয়েছেন। বাসস্ট্যান্ড এলাকার বিপণিবিতান রাজ্জাক প্লাজার কংকা জুয়েলার্সের মালিক অসিম চক্রবর্তী বলেন, তাঁদের বিপণিবিতানের সামনে মাস তিনেক ধরে কেটে খাদ করে রাখা হয়েছে। বাঁশ দিয়ে বিপণিবিতানে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। ওই বাঁশের ওপর দিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে আবদুস সালাম নামে এক পথচারী রাজ্জাক প্লাজার সামনে বাঁশের সাঁকো থেকে নিচে পড়ে যান। তিনি কেনাকাটার জন্য ওই বিপণিবিতানে যাচ্ছিলেন। আবদুস সালাম বলেন, বাসস্ট্যান্ড এলাকাটি সাভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। এখানে প্রতিদিন কয়েক হাজার লোক জড়ো হন। এর পরেও নির্মাণকাজ দ্রুত শেষ করার কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সিটি সেন্টারের সামনে পথচারীদের হাঁটার জায়গায় পাশাপাশি দুটি ফলের দোকান বসিয়েছেন কবীর হোসেন নামে এক ব্যক্তি। একটি দোকানের কর্মচারী সজীব বলেন, এক নেতা তাঁদের দোকান বসানোর ব্যবস্থা করে দিয়েছেন। এ জন্য তাঁকে প্রতিদিন টাকা দিতে হয়। ওই নেতার নাম জানেন না বলে জানান তিনি। রাজ্জাক প্লাজা দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক গোবিন্দ ঘোষ বলেন, দোকানের সামনে বড় গর্ত রয়েছে। আর তাতে পানি জমে থাকার কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের যাতায়াত করতে সমস্যা হয়।
এ কারণে অনেকেই মাসের পর মাস ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। অনেকে বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ঢাকার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম আল-মামুন বলেন, পল্লী বিদ্যুতের খুঁটি আর বৃষ্টির পানির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পল্লী বিদ্যুৎ তাদের খুঁটি সরিয়ে নিলে আর বর্ষাকাল চলে গেলে দ্রুত নর্দমার নির্মাণকাজ শেষ করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে