দর্শকও থাকবেন অন্তর্জালের পর্দায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ জুন ২০২৩, ০৮: ৪৫

গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমার টিজার। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ঈদে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল, রওনক হাসান প্রমুখ। অন্তর্জালকে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। টিজার দেখে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে।

অন্তর্জালের টিজারের শেষে একটি ঘোষণা দেওয়া হয়েছে দর্শকদের জন্য। এ সিনেমায় অভিনয় করতে পারবেন দর্শকেরা। ‘বি আ পার্ট অব অন্তর্জাল’ নামে একটি ক্যাম্পেইন শুরু হয়েছে, যাতে যোগ দিয়ে দর্শক নিজেকে দেখতে পারবেন বড় পর্দায়। বিষয়টি নিয়ে নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘অন্তর্জালের গল্পে একটা মোচড় আছে। একটি দৃশ্যে বাংলাদেশের সমস্ত প্রোগ্রামারকে কানেক্ট করার প্রয়োজন হয়ে পড়ে। কারণ, অনেক বড় হামলা হয়।’

একটি ক্যাম্পেইনের মাধ্যমে এ দৃশ্যের জন্য সারা দেশ থেকে অভিনয়শিল্পী সংগ্রহ করা হচ্ছে। নির্মাতা জানিয়েছেন, ১০ জুনের মধ্যে ২০-৩০ বছর বয়সী তরুণেরা নিজেদের ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও কীভাবে করতে হবে, সেটার দিকনির্দেশনা দেওয়া আছে মোশন পিপল স্টুডিওসের ওয়েবসাইটে। সে অনুযায়ী ভিডিও পাঠালে সেটা সম্পাদনা করে সিনেমার দৃশ্যে রাখা হবে।

নির্মাতার এ ঘোষণার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি অন্তর্জালের শুটিং এখনো শেষ হয়নি? বিষয়টি খোলাসা করে দীপংকর দীপন বলছেন, ‘অনেকে ভাবছেন, অন্তর্জালের শুটিং কি বাকি আছে এখনো? শুটিং বাকি নেই। আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট আছে। নতুন এ বিষয়টি একটা অ্যাড-অনস হিসেবে কাজ করবে। যাঁদের ভিডিও বেশি ভালো হবে, তাঁদেরকে এ সিনেমায় গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে।’

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট। কয়েক দিন আগে ঘোষণা এসেছে, ঈদে বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে মুক্তি পাবে সিনেমাটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত