কে এম মিঠু, গোপালপুর
গোপালপুরের হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একাত্তরের শহীদ পরিবারের হতদরিদ্র বিধবাদের ভাগ্যে কোনো সরকারি ভাতা এখন পর্যন্ত জোটেনি। এই শহীদ পরিবারের বিধবা ও অসহায় সন্তানেরা চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে দিন পার করছেন।
হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার জানান, ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর ওই গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালায়। এতে ১৭ জন শহীদসহ শতাধিক আহত হন। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য বাড়িঘর। নগদা শিমলা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে এ হামলা চালায় পাকিস্তানিরা।
এরপর হানাদারেরা পানকাতা ইসলামীয়া হাইস্কুলের মুক্তিযোদ্ধা ক্যাম্পে হামলা চালায়। ১০-১২ জন মুক্তিযোদ্ধা মাহমুদপুর গ্রামের বটতলায় তাঁদের বাধা দেন। টানা দুই ঘণ্টা সেখানে যুদ্ধ চলে। একপর্যায়ে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন। এসব হামলায় আহতরা প্রায় সবাই পঙ্গু হয়ে বিনা চিকিৎসায় পরে মারা যান।
যুদ্ধাহত সমলা বেগম বলেন, ‘আমার দুই ঊরুতে গুলি লাগে। অর্থাভাবে অপারেশন করতে না পারায় সেই গুলি নিয়ে এখনো যন্ত্রণায় ভুগী। স্বাধীনতার তিন বছর পর এক দিনমজুরের সঙ্গে আমার বিয়ে হয়। চার বছর পর স্বামী মারা যান। শেষ সম্বল ভিটেবাড়ি বিক্রি করে দুই মেয়ের বিয়ে দিই। এখন ছোট ভাই শাহআলমের বাড়িতে থাকি। বিধবা বা বয়স্ক ভাতা পাইনি।’
মাহমুদপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদ বলেন, শহীদ পরিবারের ১৩ বিধবার মধ্যে এখন শুধু আমজাদ ফকিরের স্ত্রী রাবেয়া এবং দুদু ফকিরের স্ত্রী সালহা বেগম দুঃসহ স্মৃতি আর অভাব অনটনের মধ্যে বেঁচে আছেন।
শহীদ দুদু ফকিরের সন্তান গোলাম মোস্তফা বলেন, ‘বাবা শহীদ হওয়ার পর অভাব অনটনের সঙ্গে লড়াই করে মা বহু কষ্টে আমাদের মানুষ করেছেন। আর্থিক সহায়তা নয়, শুধু শহীদ পরিবারের সন্তান হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেই আমরা খুশি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে শহীদ পরিবারের অসচ্ছল বিধবা ও সন্তানেরা সরকারি ভাতা না পাওয়ার খবরটি অস্বস্তিকর। এরা যাতে নিয়মানুযায়ী ভাতা পান সেটি দেখা হবে।
গোপালপুরের হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একাত্তরের শহীদ পরিবারের হতদরিদ্র বিধবাদের ভাগ্যে কোনো সরকারি ভাতা এখন পর্যন্ত জোটেনি। এই শহীদ পরিবারের বিধবা ও অসহায় সন্তানেরা চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে দিন পার করছেন।
হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার জানান, ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর ওই গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালায়। এতে ১৭ জন শহীদসহ শতাধিক আহত হন। পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য বাড়িঘর। নগদা শিমলা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে এ হামলা চালায় পাকিস্তানিরা।
এরপর হানাদারেরা পানকাতা ইসলামীয়া হাইস্কুলের মুক্তিযোদ্ধা ক্যাম্পে হামলা চালায়। ১০-১২ জন মুক্তিযোদ্ধা মাহমুদপুর গ্রামের বটতলায় তাঁদের বাধা দেন। টানা দুই ঘণ্টা সেখানে যুদ্ধ চলে। একপর্যায়ে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন। এসব হামলায় আহতরা প্রায় সবাই পঙ্গু হয়ে বিনা চিকিৎসায় পরে মারা যান।
যুদ্ধাহত সমলা বেগম বলেন, ‘আমার দুই ঊরুতে গুলি লাগে। অর্থাভাবে অপারেশন করতে না পারায় সেই গুলি নিয়ে এখনো যন্ত্রণায় ভুগী। স্বাধীনতার তিন বছর পর এক দিনমজুরের সঙ্গে আমার বিয়ে হয়। চার বছর পর স্বামী মারা যান। শেষ সম্বল ভিটেবাড়ি বিক্রি করে দুই মেয়ের বিয়ে দিই। এখন ছোট ভাই শাহআলমের বাড়িতে থাকি। বিধবা বা বয়স্ক ভাতা পাইনি।’
মাহমুদপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদ বলেন, শহীদ পরিবারের ১৩ বিধবার মধ্যে এখন শুধু আমজাদ ফকিরের স্ত্রী রাবেয়া এবং দুদু ফকিরের স্ত্রী সালহা বেগম দুঃসহ স্মৃতি আর অভাব অনটনের মধ্যে বেঁচে আছেন।
শহীদ দুদু ফকিরের সন্তান গোলাম মোস্তফা বলেন, ‘বাবা শহীদ হওয়ার পর অভাব অনটনের সঙ্গে লড়াই করে মা বহু কষ্টে আমাদের মানুষ করেছেন। আর্থিক সহায়তা নয়, শুধু শহীদ পরিবারের সন্তান হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেই আমরা খুশি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে শহীদ পরিবারের অসচ্ছল বিধবা ও সন্তানেরা সরকারি ভাতা না পাওয়ার খবরটি অস্বস্তিকর। এরা যাতে নিয়মানুযায়ী ভাতা পান সেটি দেখা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪