কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পলক ও লাঘাটা নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছে একটি প্রভাবশালী মহল। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ইয়াওয়ের বন ও কেওলার হাওরের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর আমন ধানের চারা পানিতে তলিয়ে আছে।
চার দিন ধরে জলাবদ্ধতা থাকায় আমন ধানের চারা পচে নষ্ট হচ্ছে। বাঁশের বেড়া অপসারণ করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা।
ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, পতনউষার ইউনিয়নের পলক ও লাঘাটা নদীতে অবৈধ বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করে আসছে প্রভাবশালী মহল। এর প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। অবৈধ বেড়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ইয়াওয়ের বন ও কেওলার হাওরের আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। অনেক কষ্ট করে ওই সব জমিতে ধানের চারা রোপণ করলেও তা পচে নষ্ট হচ্ছে। চোখের সামনেই আমন ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।
গতকাল সোমবার উপজেলার লাঘাটা ও পলক নদীতে গিয়ে দেখা গেছে, দুই নদীতে মাছ শিকারের জন্য প্রায় ১৫টি অবৈধ বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এসব বেড়ার কারণে ইয়াওয়ের বন ও কেওলার হাওরে গত চার দিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমন ধানের চারা পচে নষ্ট হচ্ছে। ইয়াওয়ের বনের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। ফসল রক্ষার জন্য শ্রীসূর্য্য, মনসুর পুর, মাইজগাঁও, ব্রাহ্মণউষার এলাকার কৃষকেরা বিক্ষোভ করেছেন।
স্থানীয় কৃষক সমুজ মিয়া, মানিক মিয়া, সাবজ খান, নিলু শীলসহ অনেকেই বলেন, প্রতি বছর পলক নদী ও লাঘাটা নদীতে অবৈধভাবে একটি প্রভাবশালী মহল বাঁশের বেড়া দিয়ে মাছ শিকারের জন্য জলাবদ্ধতা সৃষ্টি করে। বেড়া অপসারণের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর পরও কোনো সমাধান পাওয়া যায়নি। জলাবদ্ধতার কারণে ফসল পচে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, অবৈধ বাঁশের বেড়া অপসারণ করে দ্রুত পানি নামানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান সিদ্দিকি বলেন, লাঘাটা ও পলক নদীতে অবৈধ বাঁশের বেড়া অপসারণের জন্য নোটিশ পাঠানো হবে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, অবৈধ বাঁশের বেড়া অপসারণে নোটিশ পাঠানোর জন্য মৎস্য অধিদপ্তরকে বলা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পলক ও লাঘাটা নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছে একটি প্রভাবশালী মহল। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ইয়াওয়ের বন ও কেওলার হাওরের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর আমন ধানের চারা পানিতে তলিয়ে আছে।
চার দিন ধরে জলাবদ্ধতা থাকায় আমন ধানের চারা পচে নষ্ট হচ্ছে। বাঁশের বেড়া অপসারণ করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা।
ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, পতনউষার ইউনিয়নের পলক ও লাঘাটা নদীতে অবৈধ বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করে আসছে প্রভাবশালী মহল। এর প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। অবৈধ বেড়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ইয়াওয়ের বন ও কেওলার হাওরের আমন ধানের চারা পানিতে তলিয়ে গেছে। অনেক কষ্ট করে ওই সব জমিতে ধানের চারা রোপণ করলেও তা পচে নষ্ট হচ্ছে। চোখের সামনেই আমন ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।
গতকাল সোমবার উপজেলার লাঘাটা ও পলক নদীতে গিয়ে দেখা গেছে, দুই নদীতে মাছ শিকারের জন্য প্রায় ১৫টি অবৈধ বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এসব বেড়ার কারণে ইয়াওয়ের বন ও কেওলার হাওরে গত চার দিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমন ধানের চারা পচে নষ্ট হচ্ছে। ইয়াওয়ের বনের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। ফসল রক্ষার জন্য শ্রীসূর্য্য, মনসুর পুর, মাইজগাঁও, ব্রাহ্মণউষার এলাকার কৃষকেরা বিক্ষোভ করেছেন।
স্থানীয় কৃষক সমুজ মিয়া, মানিক মিয়া, সাবজ খান, নিলু শীলসহ অনেকেই বলেন, প্রতি বছর পলক নদী ও লাঘাটা নদীতে অবৈধভাবে একটি প্রভাবশালী মহল বাঁশের বেড়া দিয়ে মাছ শিকারের জন্য জলাবদ্ধতা সৃষ্টি করে। বেড়া অপসারণের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর পরও কোনো সমাধান পাওয়া যায়নি। জলাবদ্ধতার কারণে ফসল পচে নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, অবৈধ বাঁশের বেড়া অপসারণ করে দ্রুত পানি নামানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান সিদ্দিকি বলেন, লাঘাটা ও পলক নদীতে অবৈধ বাঁশের বেড়া অপসারণের জন্য নোটিশ পাঠানো হবে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, অবৈধ বাঁশের বেড়া অপসারণে নোটিশ পাঠানোর জন্য মৎস্য অধিদপ্তরকে বলা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে