বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রতিপক্ষের গুলিতে আহত জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ আট দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন। গত সোমবার রাত পৌনে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।
এদিকে অরেঞ্জ হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া সদর উপজেলার ফাঁপোর এলাকা থেকে আরেক আসামি খায়রুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন। অরেঞ্জের স্ত্রীর করা মামলায় খাইরুল ইসলাম ৩ নম্বর আসামি। তিনি শহর যুবলীগের ৮ নম্বর ওর্য়াডের সাধারণ সম্পাদক।
এ ছাড়া রাসেল বগুড়া সদর উপজেলার মালগ্রাম ব্যাংকপাড়া এলাকার এবং খায়রুল মালগ্রাম ডাবতলা এলাকার বাসিন্দা। টিপু নামের আরেক আসামিকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। টিপু মালগ্রাম কসাইপাড়া এলাকার বাসিন্দা। আর এ নিয়ে অরেঞ্জ ও আপেলকে গুলিবিদ্ধের মামলায় গ্রেপ্তার হলেন তিনজন।
এর আগে ২ জানুয়ারি রাত পৌনে আটটার দিকে বগুড়া সদরের মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে পূর্বশত্রুতার জেরে অরেঞ্জকে গুলি করা হয়। ওই সময় মিনহাজ হোসেন আপেল নামের আরেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ হন।নিহত অরেঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিকবিষয়ক সহসম্পাদক ছিলেন। তিনি মালগ্রাম দক্ষিণপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। আহত আপেলও একই এলাকার বাসিন্দা। তিনি বগুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি রাতে মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে অরেঞ্জ, আপেলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। কয়েকটি মোটরসাইকেলযোগে হামলাকারীরা সেখানে এসে গুলিবর্ষণ করতে থাকে। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্রও ছিল। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ ও আপেল গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজনেরা। এ সময় আশঙ্কাজনক অবস্থায় ছিলেন অরেঞ্জ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে অরেঞ্জ ও আপেলের ওপর হামলা চালানো হয়। অরেঞ্জের বাম চোখের নিচে এবং আপেলের পেটে গুলি বিদ্ধ হয়। ওই রাতেই এ ঘটনায় মামলা করেন নাজমুল হাসান অরেঞ্জের স্ত্রী স্বর্ণালি আক্তার।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির আল আহসান জানান, লাশ ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর স্ত্রীর করা মামলাটিই হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে। মো. সোহরাব হোসেন জানান, ঢাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে সোমবার রাত ১০টার দিকে রাসেলকে গ্রেপ্তার করে। তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।
বগুড়ায় প্রতিপক্ষের গুলিতে আহত জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ আট দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন। গত সোমবার রাত পৌনে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।
এদিকে অরেঞ্জ হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া সদর উপজেলার ফাঁপোর এলাকা থেকে আরেক আসামি খায়রুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন। অরেঞ্জের স্ত্রীর করা মামলায় খাইরুল ইসলাম ৩ নম্বর আসামি। তিনি শহর যুবলীগের ৮ নম্বর ওর্য়াডের সাধারণ সম্পাদক।
এ ছাড়া রাসেল বগুড়া সদর উপজেলার মালগ্রাম ব্যাংকপাড়া এলাকার এবং খায়রুল মালগ্রাম ডাবতলা এলাকার বাসিন্দা। টিপু নামের আরেক আসামিকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। টিপু মালগ্রাম কসাইপাড়া এলাকার বাসিন্দা। আর এ নিয়ে অরেঞ্জ ও আপেলকে গুলিবিদ্ধের মামলায় গ্রেপ্তার হলেন তিনজন।
এর আগে ২ জানুয়ারি রাত পৌনে আটটার দিকে বগুড়া সদরের মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে পূর্বশত্রুতার জেরে অরেঞ্জকে গুলি করা হয়। ওই সময় মিনহাজ হোসেন আপেল নামের আরেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ হন।নিহত অরেঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিকবিষয়ক সহসম্পাদক ছিলেন। তিনি মালগ্রাম দক্ষিণপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে। আহত আপেলও একই এলাকার বাসিন্দা। তিনি বগুড়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি রাতে মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে অরেঞ্জ, আপেলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। কয়েকটি মোটরসাইকেলযোগে হামলাকারীরা সেখানে এসে গুলিবর্ষণ করতে থাকে। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্রও ছিল। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা অরেঞ্জ ও আপেল গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসীর সহায়তায় তাঁদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজনেরা। এ সময় আশঙ্কাজনক অবস্থায় ছিলেন অরেঞ্জ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে অরেঞ্জ ও আপেলের ওপর হামলা চালানো হয়। অরেঞ্জের বাম চোখের নিচে এবং আপেলের পেটে গুলি বিদ্ধ হয়। ওই রাতেই এ ঘটনায় মামলা করেন নাজমুল হাসান অরেঞ্জের স্ত্রী স্বর্ণালি আক্তার।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির আল আহসান জানান, লাশ ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর স্ত্রীর করা মামলাটিই হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে। মো. সোহরাব হোসেন জানান, ঢাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে সোমবার রাত ১০টার দিকে রাসেলকে গ্রেপ্তার করে। তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে