টিকটকে দেশসেরা সামিরা চতুর্থ স্থানে মেহজাবীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০৮: ৫২
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৯: ১১

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় টিকটক। এ মাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করে অনেকেই পেয়েছেন জনপ্রিয়তা। বিতর্ক থাকলেও চলচ্চিত্র, টিভি, সংগীতের অনেক তারকাও আছেন এই অ্যাপে। টিকটক সম্প্রতি ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের টিকটক ভিডিও নির্মাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি।তাঁকে বছরের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর উল্লেখ করে টিকটক তাঁর আইডির পাশে লিখেছে, ‘সামিরা তাঁর শর্ট ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়েছেন কীভাবে প্রাণবন্ত থাকা যায়।’

তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন হামজা খান শায়ান ও অনির্বাণ কায়সার। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর আইডির পাশে লেখা, ‘সুন্দরী অভিনেত্রী মেহজাবীন তাঁর মোহনীয় হাসি দিয়ে অন্যদের উজ্জীবিত করেছেন।’

শীর্ষ স্থানে আসার বিষয়টি এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছেন সামিরা খান মাহি। এমন অর্জনে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। মাহি বলেন, ‘এই প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয়। সেখানে সবাই আমার ভিডিও দেখেছেন, এ জন্য আমি ভীষণ আনন্দিত। এ ছাড়া টিকটক নিয়ে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলেন, তো সেই প্ল্যাটফর্মে যখন এমন স্বীকৃতি পাই, সেটার আনন্দ একটু বেশিই।’

টিকটকে সামিরা খান মাহির আছে ৪৫ লাখের বেশি অনুসারী। আর মেহজাবীনের অনুসারী আছে ২৪ লাখের বেশি। টিকটক নিয়ে সমালোচনা থাকলেও অনেকেই এর মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও মেধার জানান দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে মনে করছেন তাঁরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত