Ajker Patrika

হঠাৎ উঠে ট্রাক চালু, দুমড়ে গেল দুই মোটরসাইকেল

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ২৫
হঠাৎ উঠে ট্রাক চালু, দুমড়ে গেল দুই মোটরসাইকেল

লক্ষ্মীপুরের রামগতিতে মানসিক প্রতিবন্ধী রিকশাচালক সোহেল মিয়া (৪০) দাঁড়িয়ে থাকা একটি ট্রাক চালু করলে দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। গতকাল বুধবার দুপুরে উপজেলার রামগতি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগতি বাজারে একটি ট্রাক মালামাল আনলোড করার জন্য কিছু সময় দাঁড়ায়। ট্রাকচালককে সিটে না পেয়ে মানসিক প্রতিবন্ধী রিকশাচালক সোহেল মিয়া ট্রাকের ইঞ্জিন চালু করেন। তাতে ট্রাকটি পেছন দিকে যেতে থাকে। তখন ট্রাকের পেছনে থাকা দুটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। পাশে থাকা একটি পিকআপও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ট্রাকচালক মো. কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ট্রাক থেকে মাল আনলোড করার জন্য ট্রাকের ইঞ্জিন বন্ধ করে ভেতরে চাবি রেখেই নিচে নামি। এ সুযোগে ওই রিকশাচালক ট্রাক চালু করলে এই দুর্ঘটনা ঘটে।’

রামগতি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বড়খেরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই রিকশাচালক একজন মানসিক প্রতিবন্ধী। ঘটনার পর থেকে তিনি পলাতক। তবে তাঁর রিকশা আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত