Ajker Patrika

রাবিতে হলুদ প্যানেলের শিক্ষকদের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ২৮
রাবিতে হলুদ প্যানেলের শিক্ষকদের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন, সিন্ডিকেট, শিক্ষক সমিতিসহ ৬ ক্যাটাগরির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ৪০ পদের নির্বাচনে হলুদ প্যানেলের শিক্ষকেরা ৩২টি পদে জয় পেয়েছেন। অন্যদিকে মাত্র ৮টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এর আগে গতকাল সকাল নয়টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ হয়।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে সিন্ডিকেটের পাঁচটি পদের সবগুলোতে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকেরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতিসহ ১৪ পদেই জয় পেয়েছে হলুদ প্যানেল। এ ছাড়া ডিন নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে হলুদ প্যানেল। বাকি ছয়টিতে বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেল জয়ী হয়।

বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স কমিটির নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের অধ্যাপক আহসান হাবিব জয় পেয়েছেন। তবে পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের অধ্যাপক সোহেল হাসান। শিক্ষা পরিষদের দুইটি ক্যাটাগরিতে ছয়জনই নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেল থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত