রাবিতে হলুদ প্যানেলের শিক্ষকদের নিরঙ্কুশ জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ০১
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডিন, সিন্ডিকেট, শিক্ষক সমিতিসহ ৬ ক্যাটাগরির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ৪০ পদের নির্বাচনে হলুদ প্যানেলের শিক্ষকেরা ৩২টি পদে জয় পেয়েছেন। অন্যদিকে মাত্র ৮টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এর আগে গতকাল সকাল নয়টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ হয়।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে সিন্ডিকেটের পাঁচটি পদের সবগুলোতে জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকেরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতিসহ ১৪ পদেই জয় পেয়েছে হলুদ প্যানেল। এ ছাড়া ডিন নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে হলুদ প্যানেল। বাকি ছয়টিতে বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেল জয়ী হয়।

বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স কমিটির নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের অধ্যাপক আহসান হাবিব জয় পেয়েছেন। তবে পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের অধ্যাপক সোহেল হাসান। শিক্ষা পরিষদের দুইটি ক্যাটাগরিতে ছয়জনই নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেল থেকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত