Ajker Patrika

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাজেদা ও তাঁর স্কুল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাজেদা ও তাঁর স্কুল

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ নারীপ্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোছা. সাজেদা খাতুন। সে সঙ্গে তাঁর প্রতিষ্ঠান বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন-উর-রশিদ গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি তালিকা পেয়েছি। এতে নারী ক্যাটাগরিতে সাজেদা খাতুনকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে।’

এ নিয়ে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ নির্বাচিত হলো। এটি জেলা পর্যায়েও একবার শ্রেষ্ঠ হয়েছিল। সে সঙ্গে সাজেদা প্রাথমিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন তিনবার।

শিক্ষা কর্মকর্তা জানান, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষার্থী ও সহকর্মীদের ওপর প্রভাব ও সহযোগিতা, চারিত্রিক দৃঢ়তা, সততা, আর্থিক স্বচ্ছতাসহ নানান বিষয় যাচাই-বাছাই শেষে সাজেদাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাজেদা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, তিনি ভীষণ খুশি এই সাফল্যে। এজন্য তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, পরিশ্রম করলে সফলতা আসবেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত