কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় এমভি জাহিদ-৩ লঞ্চের মালিককে মারধর ও লঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটনের বিরুদ্ধে। গতকাল শনিবার রাজধানীর সদরঘাটে জাহিদ-৮ লঞ্চের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে মেসার্স ওহাব নেভিগেশনের মালিক আশরাফুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে বলেন, ‘আমাকে দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন আপ্যায়নের কথা বলে ডেকে নিয়ে যান। পরে তাঁর এলাকায় চারটি ঘাটে লঞ্চ ভেড়াতে মাসে ৬ লাখ টাকা চাঁদা দাবি ও তাঁর নিয়োজিত লোকদের দ্বারা টিকিট কাটার প্রস্তাব দেন। এতে আমি রাজি না হয়ে ওই চারটি ঘাটে লঞ্চ ভেড়ানো বন্ধ করে দিলে গত শুক্রবার তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার মালিকানাধীন জাহিদ-৩ লঞ্চে হামলা চালায়। হামলায় লঞ্চের মাস্টার আব্দুস সাত্তারের (৭০) পায়ের রগ ছিঁড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া লঞ্চের সুপারভাইজার কামরুল ইসলাম এবং টিকিট কেরানি জামিলকে বেধড়ক মারধর ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে তারা লঞ্চে রক্ষিত ৩ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।’
এ সময় বাংলাদেশ নৌযান শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম মিয়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শ্রমিকদের মারধরের সুষ্ঠু বিচার দাবি করেন। অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় এই রুটে চলাচলকারী সব নৌযান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে দশমিনা থানার ওসি মেহেদি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’
চাঁদা না দেওয়ায় এমভি জাহিদ-৩ লঞ্চের মালিককে মারধর ও লঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটনের বিরুদ্ধে। গতকাল শনিবার রাজধানীর সদরঘাটে জাহিদ-৮ লঞ্চের দ্বিতীয় তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে মেসার্স ওহাব নেভিগেশনের মালিক আশরাফুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে বলেন, ‘আমাকে দশমিনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন আপ্যায়নের কথা বলে ডেকে নিয়ে যান। পরে তাঁর এলাকায় চারটি ঘাটে লঞ্চ ভেড়াতে মাসে ৬ লাখ টাকা চাঁদা দাবি ও তাঁর নিয়োজিত লোকদের দ্বারা টিকিট কাটার প্রস্তাব দেন। এতে আমি রাজি না হয়ে ওই চারটি ঘাটে লঞ্চ ভেড়ানো বন্ধ করে দিলে গত শুক্রবার তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার মালিকানাধীন জাহিদ-৩ লঞ্চে হামলা চালায়। হামলায় লঞ্চের মাস্টার আব্দুস সাত্তারের (৭০) পায়ের রগ ছিঁড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া লঞ্চের সুপারভাইজার কামরুল ইসলাম এবং টিকিট কেরানি জামিলকে বেধড়ক মারধর ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে তারা লঞ্চে রক্ষিত ৩ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।’
এ সময় বাংলাদেশ নৌযান শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি শাহ আলম মিয়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শ্রমিকদের মারধরের সুষ্ঠু বিচার দাবি করেন। অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় এই রুটে চলাচলকারী সব নৌযান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে দশমিনা থানার ওসি মেহেদি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে