ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবি

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১: ৫৫
Thumbnail image

চৌদ্দগ্রাম উপজেলায় ফসলি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি ও মানববন্ধন করেছে কাশিনগর কৃষি জমি রক্ষা কমিটি। গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ ও দোয়েল চত্বর এলাকায় এ মানববন্ধন হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী কৃষকদের পক্ষে আবুল খায়ের, রুহুল আমিন, আবুল বশার, মাস্টার আবদুল হাকিম, আবুল কালাম, একরামুল হক, আবদুল মমিন ও আবদুল কাদের প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার কাশিনগর ইউনিয়নের ঢোল সমুদ্র জলাশয় এলাকায় ফসলি জমিতে মাটি কেটে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ করছে একটি প্রভাবশালী চক্র। ফসলি জমিতে ইটভাটা নির্মাণকাজ চলায় জুগিরকান্দি, সাতঘড়িয়া (দাতামা), অলিপুর, শিবপুর, শ্রীপলতলা ও জয়মঙ্গলপুর গ্রামের কৃষকদের ফসলি জমি ও ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইটভাটার মাটি আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টরের কারণে ফসলি জমি ও গ্রামীণ রাস্তাগুলোর বেহাল হয়ে গেছে।

এ ছাড়া ইটভাটা নির্মাণকাজ চলমান থাকায় কৃষকেরা ভবিষ্যতে কৃষি জমি ও ফসল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ইটভাটা নির্মাণ করতে নিষেধ করায় প্রভাবশালী মহল কৃষকদের নানাভাবে হুমকি-ধমকিও দিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করা হয়। ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত