Ajker Patrika

নির্বাচনী প্রচারের সময় প্রার্থীর মৃত্যু

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৬: ৪৫
নির্বাচনী প্রচারের সময় প্রার্থীর মৃত্যু

গোপালপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী প্রচারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল ইসলাম নূরু (৫৭) মারা গেছেন।

গত বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৮টার দিকে টাঙ্গাইলের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার নগদাশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

গতকাল শুক্রবার সকাল ১০ টায় বাইশকাইল ঈদগাঁ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

নুরুল ইসলাম নুরুর ছোট ভাই গোলাম মোস্তফা আঙুর জানান, উপজেলার নগদাশিমলা ইউপি নির্বাচন উপলক্ষে তিনি দীর্ঘদিন ধরে জনসেবা ও গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলেন। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্বাচনী প্রচারের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে রাত ৮টায় নুরুল ইসলাম মারা যান।’

তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ, নগদাশিমলা ইউনিয়ন আওয়ামী লীগ, গোপালপুর শিল্প ও বণিক সমিতি শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত