শালিখা (মাগুরা) প্রতিনিধি
ইয়াছিন মুন্সি স্কুলছাত্র। জীবনে প্রথম সে সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের দেখেছে। তাঁদের মুখ থেকে শুনেছে মুক্তিযুদ্ধের গল্প। এতে সে খুশি। এ বিষয়ে ইয়াছিন বলে, ‘এত দিন টিভিতে দেখেছি বীর মুক্তিযোদ্ধাদের দেখেছি। আজ এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তাঁদের মুখে মুক্তিযুদ্ধে গল্প শুনেছি। খুব ভালো লেগেছে।’
মাগুরার শালিখা উপজেলায় গতকাল সোমবার ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানের অংশ নিয়ে এ কথা বলে ইয়াছিন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস।
সরকারি আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী রেজয়ানোর বলে, ‘আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যুদ্ধের সত্যিকারের গল্প শুনেছি। তাঁদের কথা শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমাদের জন্য তাঁরা জীবন বাজি রেখে লড়াই করেছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’
এ অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিফ উল হাসান।
মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর । তিনি বলেন, ‘আমরা যাঁরা যুদ্ধ করেছি, তাঁরা জানি, সেই সব দিন কতটা ভয়াবহ ছিল। প্রতিটি সময় ছিল মৃত্যুকে আলিঙ্গন করা। বেশির ভাগ সময় না যুদ্ধ করেছি তোমাদের জন্য।’
বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন বলেন, ‘তোমাদের মতো আমিও তখন ছাত্র ছিলাম। মাগুরা কলেজে পড়তাম।’ ৭১ সালে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিলেন, তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। রাজাকারেরা তখন গ্রামগুলোতে খুবই সক্রিয়। তাই তাদের প্রতিহত করতে হলে অস্ত্র দরকার। আমরা তখন ভারতের রানা ঘাটে গেলাম। বিহারের রামপুরে ট্রেনিং নিয়ে দেশে ফিরি। কতটা কষ্ট করেছি দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে। তোমাদের জীবনটা যেন পরাধীনতায় না যায় তা করার জন্য আমরা জীবন বাজি রেখর যুদ্ধ করেছি।’
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে পাঁচজন পুরস্কার গ্রহণ করে।
ইয়াছিন মুন্সি স্কুলছাত্র। জীবনে প্রথম সে সরাসরি বীর মুক্তিযোদ্ধাদের দেখেছে। তাঁদের মুখ থেকে শুনেছে মুক্তিযুদ্ধের গল্প। এতে সে খুশি। এ বিষয়ে ইয়াছিন বলে, ‘এত দিন টিভিতে দেখেছি বীর মুক্তিযোদ্ধাদের দেখেছি। আজ এই আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তাঁদের মুখে মুক্তিযুদ্ধে গল্প শুনেছি। খুব ভালো লেগেছে।’
মাগুরার শালিখা উপজেলায় গতকাল সোমবার ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানের অংশ নিয়ে এ কথা বলে ইয়াছিন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস।
সরকারি আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবম শ্রেণির শিক্ষার্থী রেজয়ানোর বলে, ‘আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যুদ্ধের সত্যিকারের গল্প শুনেছি। তাঁদের কথা শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমাদের জন্য তাঁরা জীবন বাজি রেখে লড়াই করেছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’
এ অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিফ উল হাসান।
মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মো. আবু বকর । তিনি বলেন, ‘আমরা যাঁরা যুদ্ধ করেছি, তাঁরা জানি, সেই সব দিন কতটা ভয়াবহ ছিল। প্রতিটি সময় ছিল মৃত্যুকে আলিঙ্গন করা। বেশির ভাগ সময় না যুদ্ধ করেছি তোমাদের জন্য।’
বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন বলেন, ‘তোমাদের মতো আমিও তখন ছাত্র ছিলাম। মাগুরা কলেজে পড়তাম।’ ৭১ সালে বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিলেন, তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। রাজাকারেরা তখন গ্রামগুলোতে খুবই সক্রিয়। তাই তাদের প্রতিহত করতে হলে অস্ত্র দরকার। আমরা তখন ভারতের রানা ঘাটে গেলাম। বিহারের রামপুরে ট্রেনিং নিয়ে দেশে ফিরি। কতটা কষ্ট করেছি দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে। তোমাদের জীবনটা যেন পরাধীনতায় না যায় তা করার জন্য আমরা জীবন বাজি রেখর যুদ্ধ করেছি।’
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে পাঁচজন পুরস্কার গ্রহণ করে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে