জারি গানে মুগ্ধ দর্শক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২, ১১: ২৮
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১: ২৮

ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়নের কুরুতলীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী জারি গান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে জারি গানের আনন্দে মেতে ওঠেন এলাকার নারী-পুরুষেরা।

পয়ার ছন্দে রচিত আখ্যানমূলক কারবালার পাঁচালি প্রদর্শন করে চরমছলন্দ কুরুতলীপাড়া জারি গানের দল।

দলের অধিনায়ক আব্দুর রহিম বেপারী ও ব্যবস্থাপক ফজলু মিয়া বলেন, ‘আধুনিকতার ছোঁয়ায় আর ভিনদেশি সংস্কৃতির দাপটে হারাতে বসেছে আমাদের দেশীয় সংস্কৃতি। আমাদের হারানো ঐতিহ্য এই জারি গান বংশপরম্পরায় করে আসছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের কুরুতলীপাড়া এলাকার স্থানীয় একটি জারি গানের দল।’

জানা গেছে, ১৬৪৫ সালে ‘মকতুল হোসেন’ নামে কারবালাকেন্দ্রিক একটি শোকগাথা রচনা করা হয়। এটিকেই জারি গানের আদি নিদর্শন হিসেবে মনে করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত