Ajker Patrika

এবার বিপিএলে শাস্তি-জরিমানা উধাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার বিপিএলে শাস্তি-জরিমানা উধাও

২০২৩ বিপিএলে কদিন পরপরই ঘটছিল শৃঙ্খলাভঙ্গের ঘটনা। ম্যাচ চলার সময়ে খালেদ মাহমুদ সুজন ড্রেসিংরুমে ধূমপান করেছেন, সাকিব আল হাসান বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন আম্পায়ারের সঙ্গে। নাজমুল হোসেন শান্ত-শেখ মেহেদী হাসানের মতো তরুণ ক্রিকেটাররা হেলমেট ছুড়ে ফেলে অশোভন আচরণ করেছেন। ডিআরএস না থাকায় আউট নিয়ে আম্পায়ারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন কুমিল্লা কোচ সালাহ উদ্দিন। বিসিবি অবশ্য আচরণবিধি লঙ্ঘনের শাস্তিও দিয়েছে সবাইকে।

গতবার শাস্তির ঘটনা ১০টি ছাড়িয়ে গিয়েছিল। অথচ এবার দেখুন, কাল পর্যন্ত ডিমেরিট পয়েন্ট আর ম্যাচ ফি কেটে নেওয়ার শাস্তি একটিও ঘটেনি। ৪৬ ম্যাচের মধ্যে শেষ হয়েছে ৩৬টি। এ পর্যন্ত কোনো শাস্তি কিংবা ডিমেরিট পয়েন্টের ঘটনা নেই টুর্নামেন্টে। হ্যাঁ, এবারও বিপিএলে যে বিতর্ক নেই, তা নয়। তবে শৃঙ্খলা-ইস্যুতে তৃপ্তির ঢেকুর তুলতেই পারে বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেছেন, ‘এবার এখনো কোনো ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি কোনো কোচ বা খেলোয়াড়কে। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসে আলোচনা হয়েছে, খেলোয়াড়-কোচদের নিয়মনীতি সম্পর্কে অবগত করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী সেভাবে ফল পাচ্ছি। এটা দারুণ ব্যাপার।’

আগের বার ম্যাচ অফিশিয়ালরা যথেষ্ট শাস্তি দিয়েছেন নিয়মভঙ্গকারীদের। পুনরাবৃত্তি ঠেকাতে এবার বিপিএল কাউন্সিল টুর্নামেন্ট শুরুর আগে সব নিয়ম জানিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক করে দিয়েছে। আউট নিয়ে বিতর্ক এড়াতে শুরু থেকেই আছে উন্নত প্রযুক্তির ডিআরএস। এমনকি স্লো ওভার রেটেরও কোনো ঘটনা নেই। রকিবুল বললেন, ‘ডিআরএস আছে, ৬০ সেকেন্ডের মধ্যে পরের বোলার বোলিং শুরু করবে, সবাই নিয়ম মানছে। শাস্তি-জরিমানাও নেই।’

এর মধ্যেও মাঠের বাইরের কিছু বিষয় সামনে এসেছে। টিম হোটেলে কুমিল্লার ম্যাথু ফোর্ডের কক্ষে রংপুরের নুরুল হাসান সোহানের ঘটনা, সাংবাদিকদের সঙ্গে সিলেটের সামিত প্যাটেলের প্রশ্নবিদ্ধ আচরণ। জাকের আলী অনিক জাতীয় দলে সুযোগ না পাওয়ার ব্যাখ্যায় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনের বর্ণবাদী মন্তব্য নিয়ে বেশ আলোচনা আছে। সালাহ উদ্দিনের মন্তব্য নিয়ে রকিবুল বললেন, ‘সালাহ উদ্দিনের ব্যাপারটা নিয়ে নিন্দা জানিয়েছি। বর্ণবাদের কোনো সুযোগ নেই। এটা তো বিসিবির দিকে চলে গেছে, নির্বাচকদের নিয়ে বলেছে। বিসিবি চাইলে এটার ব্যবস্থা নিতে পারে।’

বিপিএল চলে এসেছে প্রায় শেষ পর্বে। বাকি অংশেও যদি শাস্তি-জরিমানার ঘটনা না ঘটে, শৃঙ্খলার প্রশ্নে এই বিপিএলকে বিশেষ জায়গা দিতেই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত