ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার

ত্রিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০৫: ০৮
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ৪৪

ত্রিশালে ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুটওভারব্রিজ সচেতনতার অভাবে প্রায় অব্যবহৃতই রয়েছে। নারী, শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব শ্রেণিপেশার মানুষই ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন মহাসড়ক। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সচেতনতা বাড়াতে প্রশাসনের নেই কোনো উদ্যোগ।

২০১৫ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন প্রকল্পের আওতায় ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় ৯০ লাখ টাকা ব্যয়ে ফুটওভারব্রিজটি নির্মাণ করা হয়। প্রথম দিকে এই ব্রিজ ব্যবহারে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বর্তমানে ফুটওভারব্রিজ ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও চলন্ত গাড়ি রোধ করে রাস্তা পারাপার হচ্ছেন অসংখ্য মানুষ।

স্থানীয় স্কুলশিক্ষক আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পথচারীদের ফুটওভারব্রিজ ব্যবহারে উৎসাহিত করা জরুরি। জনসাধারণের মধ্যে যত বেশি সচেতনতাবোধ সৃষ্টি হবে তত বেশি ইতিবাচক দিকগুলোই সামনে আসবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সচেতন করা খুবই জরুরি।

বাসচালক সোহেল মিয়া বলেন, ‘এই মোড়ে আমাদের গাড়ি চালাতে বেশ সচেতন থাকতে হয়। মনে ভয় কাজ করে, কে, কখন, কীভাবে দৌড়ে গাড়ির নিচে এসে পড়েন? তাই এই মোড় অতিক্রম করতে বেশ সময়ও লেগে যায় আমাদের।’

ফুটওভারব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হওয়ার কারণ জানতে চাইলে নজরুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী তারেক, রিয়াদ ও তানিয়া বলেন, ‘ফুটওভার ব্রিজ কেউ ব্যবহার করে না। সবাই নিচে দিয়ে চলাচল করে তাই আমরাও এভাবে রাস্তা পার হই।’

চল্লিশোর্ধ্ব পথচারী এমদাদুল হক বলেন, ব্রিজে ওঠা-নামা করতে অনেক কষ্ট হয়। তাই ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হই।

বঙ্গবন্ধু সৈনিক লীগ, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি স্বপন সরকার বলেন, ‘এই ফুটওভারব্রিজের কাছেই নিয়মিত পুলিশ মানুষের নিরাপত্তায় নিয়োজিত থাকে। তবে তাঁদের এই বিষয়ে কখনো দেখিনি মানুষকে সচেতন করতে বা ফুটওভারব্রিজ ব্যবহারে বাধ্য করতে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। অসচেতনতার জন্যই এমনটি ঘটছে। এ ক্ষেত্রে জনগণকে আরও সচেতন হতে হবে। আমরা এই বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরও জোরালো পদক্ষেপ নেব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত