Ajker Patrika

বাংলাদেশে আসার অপেক্ষায় কোয়েল

বিনোদন ডেস্ক
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪: ০০
বাংলাদেশে আসার অপেক্ষায় কোয়েল

কলকাতার সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। সিনেমার শুটিংয়ে বিভিন্ন দেশে গেলেও কখনো বাংলাদেশে আসা হয়নি তাঁর। কোয়েল বাংলাদেশে আসার অপেক্ষায় আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি এক ভক্ত তাঁকে বাংলাদেশে আসার অনুরোধ করলে কোয়েল বলেন, ‘আমি অধীর অপেক্ষায় আছি, অবশ্যই খুব শিগগিরই বাংলাদেশে যাব। বাংলাদেশে অনেক দিন থেকে ঘুরে আসব।’

বিভিন্ন সময়ে বাংলাদেশে কোয়েলকে নিয়ে একাধিকবার সিনেমা তৈরির পরিকল্পনা চললেও তা হয়ে ওঠেনি।

একটা সময় ভেঙ্কটেশ ফিল্মসের সিনেমায় নিয়মিত অভিনয় করতেন কোয়েল। তাঁর জীবনের হিট সিনেমাগুলো এই প্রযোজনা প্রতিষ্ঠানেরই। তবে গত সাত বছর ভেঙ্কটেশের ঘরে পা রাখেননি তিনি।

কলকাতার সবচেয়ে নামকরা এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধরেরা সুরিন্দর ফিল্মস ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস নামে দুই ভাগ হয়ে গিয়েছিল। ভাগ হওয়ার পরে কোয়েল মূলত স্বামী নিসপাল সিংয়ের সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সিনেমায় করতেন।

কোয়েল মল্লিক

শোনা যাচ্ছে, সাত বছর পরে কোয়েল ফিরছেন ভেঙ্কটেশের ঘরে। অভিনয় করবেন ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায়। পরিচালক অরিন্দম শীল। এসভিএফ ও ক্যামেলিয়ার যৌথ প্রযোজনায় হবে সিনেমাটি।

সাত বছর পরে কোয়েল ফিরছেন ভেঙ্কটেশের ঘরে। অভিনয় করবেন ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমায়। পরিচালক অরিন্দম শীল। ডিসেম্বরে কেরালায় শুটিং হবে।

সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘কেরালায় কিস্তিমাত’ অবলম্বনে তৈরি হবে এই সিনেমা। ডিসেম্বরে কেরালায় শুটিং হবে। ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। তারপরের বছরই দ্বিতীয় সিনেমাটি করার কথা ছিল। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। কোয়েলকে সর্বশেষ দেখা গেছে গত বছর, পরমব্রতের সঙ্গে ‘বনি’ সিনেমায়।

কোয়েল মল্লিক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত