মুক্তির জন্য প্রস্তুত একই প্রতিষ্ঠানের ৪০ সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০৬: ৪৩
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২: ৩৩

১০০ সিনেমা তৈরির উদ্যোগ নিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। গত বছরের ফেব্রুয়ারি মাসে বিএফডিসিতে এক আয়োজনে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। সে সময় বলা হয়েছিল, ‘সিনেমাগুলো পরিচালনা করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ১০০ নির্মাতা। এর মধ্যে ৩০টি সিনেমার গল্প, পরিচালক ও শিল্পী—সব প্রস্তুত। চলতি মাস থেকেই এগুলোর শুটিং শুরু হবে।’ ১০০ ছবির সমন্বয়ক হিসেবে যুক্ত আছেন পরিচালক শাহীন সুমন ও অপূর্ব রানা।

সম্প্রতি শাপলা মিডিয়া জানাল, ১০০ সিনেমার প্রায় ৪০টি সিনেমা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। গত এক মাসে এই প্রতিষ্ঠানের প্রায় ১০টি সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়েছে। সিনেমাগুলো হলো রায়হান মুজিবের ‘চাঁদনী’, নিরঞ্জন বিশ্বাসের ‘আপন পর’, কমল সরকারের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, মির্জা সাখাওয়াৎ হোসাইনের ‘অপুর বসন্ত’, জাফর আল মামুনের ‘এক পশলা বৃষ্টি’, জসিম উদ্দিন জাকিরের ‘কলিজাতে দাগ লেগেছে’, চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’, রাজু চৌধুরীর ‘জ্বলছি আমি’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ ও মিজানুর রহমান লাবুর ‘পরী তোমার জন্য’। আরও বেশ কিছু সিনেমা আগামী কয়েক দিনের মধ্যেই সেন্সরে জমা পড়বে বলে নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায়। সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘প্রমের কবিতা’, ‘লটারি’, ‘এবার তোরা মানুষ হ’, ‘বাঘবন্দী’, ‘কুস্তিগির’, ‘আঁচল’ ইত্যাদি। বাংলাদেশে এর আগে কখনো এক সপ্তাহে এক প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি সেন্সরে জমা পড়েনি বলে জানিয়েছেন অপূর্ব রায়।

সেন্সরে জমা পড়া সিনেমাগুলোর অভিনয়শিল্পীরা হলেন মিশা সওদাগর, মাহি, শিপন মিত্র, আঁচল, সাইফ খান, কায়েস আরজু, ফারজানা রিক্তা, সাঞ্জু জন, বিপাশা কবির, আমান রেজা, ফারিন খান, মৌ খান প্রমুখ। সিনেমাগুলো দ্রুত সেন্সর ছাড়পত্র পাবে বলে আশাবাদী শাহিন সুমন। তিনি বলেন, ‘সেন্সর ছাড়পত্র হাতে এলে ঈদের পর পর্যায়ক্রমে সিনেমাগুলো প্রেক্ষাগৃহ, ইউটিউব ও টেলিভিশনে মুক্তি পাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত