Ajker Patrika

প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৫
প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার লালমোহনে নুরে আলম (৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ভোলায় মর্গে পাঠানো হয়েছে।

গত শনিবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব চরউমেদ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নুরে আলমের দুই কন্যা সন্তান রয়েছে।

নুরে আলমের ছোট ভাই মো. হোসেন জানান, বিয়ের পর থেকে স্ত্রী, সন্তান নিয়ে পাশের সরদার বাড়িতে শ্বশুরের পরিবারের সঙ্গে থাকতেন নুরে আলম। তবে শনিবার দুপুরে কাজ থেকে ফিরে নিজ বাড়ির উঠানে বড় ভাইকে দেখতে পান হোসেন। এ সময় বড় ভাইকে খেতে ডাকলে আগেই খাবার খেয়ে ফেলেছে বলে জানান। পরে খাবার খেয়ে আবার কাজে বেরিয়ে পড়েন হোসেন।

এদিকে, বিকেলে আনুমানিক ৪টার দিকে নুরে আলমকে ঘরের আড়ার সঙ্গে গলায় দঁড়ি দিয়ে ঝুলতে দেখে ডাক-চিৎকার দেয় হোসেনের মেয়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত