সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘কোনো ট্যাক্স বাড়ানো হয়নি, সিটি করপোরেশনে কোনো হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো পাঁচ বছরে মানুষ বলত। এসব বলে মানুষকে বোকা বানানো যাবে না। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে, কারও কষ্ট হচ্ছে না। হঠাৎ উনি (তৈমূর আলম খন্দকার) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন।’
গতকাল বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জে প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইভী বলেন, ‘এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে একসময় বলব। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।’
এর আগে বিকেলে তিনি সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে প্রচারণায় আসেন। সেখানে আগে থেকে তাঁর লোকজন ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত ছিলেন। আইভী এলে সেসব ফুল ছিটান নেতা-কর্মীরা।
আগের প্রতীক পেয়ে আইভী বলেছিলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছেন। কিন্তু তিনি যেসব এলাকায় যাচ্ছেন, সবগুলো এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি তাঁকে বলব, আপনি সত্য বলুন। কারণ, ভোটের পরে আমরা সবাই একসঙ্গেই থাকব। আমি কখনই সরকার বা সরকারি দলের সুবিধা নিইনি।’ তিনি বলেন, ‘বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আশা করি এবারও জনগণ আমার সঙ্গে থাকবে। দল সব দিক চিন্তা করেই আমাকে নৌকা প্রতীক দিয়েছে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘কোনো ট্যাক্স বাড়ানো হয়নি, সিটি করপোরেশনে কোনো হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো পাঁচ বছরে মানুষ বলত। এসব বলে মানুষকে বোকা বানানো যাবে না। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে, কারও কষ্ট হচ্ছে না। হঠাৎ উনি (তৈমূর আলম খন্দকার) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন।’
গতকাল বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জে প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইভী বলেন, ‘এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে একসময় বলব। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।’
এর আগে বিকেলে তিনি সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে প্রচারণায় আসেন। সেখানে আগে থেকে তাঁর লোকজন ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত ছিলেন। আইভী এলে সেসব ফুল ছিটান নেতা-কর্মীরা।
আগের প্রতীক পেয়ে আইভী বলেছিলেন, ‘আমার প্রতিপক্ষ প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছেন। কিন্তু তিনি যেসব এলাকায় যাচ্ছেন, সবগুলো এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছে। আমি তাঁকে বলব, আপনি সত্য বলুন। কারণ, ভোটের পরে আমরা সবাই একসঙ্গেই থাকব। আমি কখনই সরকার বা সরকারি দলের সুবিধা নিইনি।’ তিনি বলেন, ‘বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আশা করি এবারও জনগণ আমার সঙ্গে থাকবে। দল সব দিক চিন্তা করেই আমাকে নৌকা প্রতীক দিয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে