মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখলের অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭: ৫১
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৩৪

বাগেরহাটের মোল্লাহাটে এক মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। জমি ফিরে পেতে দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ঘুরছেন উপজেলার কাচনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রওশন আলী ভূঁইয়ার স্ত্রী সাহেরা খাতুন (৬০)। দীর্ঘদিনেও কোনো সমাধান বা প্রতিকার না পাওয়ায় গত শনিবার থানায় অভিযোগ করেন তিনি।

অভিযোগ থেকে জানা যায়, সাহেরা খাতুনের কোনো ছেলে নেই। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর অসহায় হয়ে পড়েন সাহেরা খাতুন। এ সুযোগে প্রতিবেশী কালা ভূঁইয়া (৪০) মৃত মুক্তিযোদ্ধার ২১ শতক জমি দখল করেন। এ ছাড়া যখন-তখন ধারালো অস্ত্র নিয়ে সাহেরা খাতুনকে ধাওয়া ও অকথ্য ভাষায় গালি দেন।

সাহেরা খাতুন জানান, জীবনের ভয়ে অধিকাংশ সময় বাড়ি ছেড়ে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। গত কয়েক বছরে একাধিকবার থানা ও স্থানীয় পর্যায় বৈঠক হয়েছে। কিন্তু কালা ভূঁইয়া কিছুই মানে না।

অভিযুক্ত কালা ভূঁইয়া বলেন, ‘ধারালো অস্ত্র কি তা আমি জানি না, আমার মতো লোক কি গালাগালি করতি পারে? ওই মহিলা ভালো না।’

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিয়েছেন। চুনখোলা ক্যাম্পের আইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত