ডুমুরিয়ায় ১৫টি চোরাই গরুসহ ব্যবসায়ী আটক

ডুমুরিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০৮: ৫৬
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ২০

ডুমুরিয়া হতে ১৫টি চোরাই গরুসহ রুবেল গাজী নামে এক গরু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোববার উপজেলার সাজিয়াড়া-খলশী এলাকা হতে ঝিনাইহদ জেলার গোয়েন্দা পুলিশ ডুমুরিয়া থানা-পুলিশের সহযোগিতায় গরুগুলো উদ্ধারসহ তাকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর ঝিনাইদহ জেলার সদর থানা এলাকা হতে জনৈক গঞ্জের আলী নামক এক ব্যক্তির কয়েকটি গরু চুরি হয়ে যায়। ওই ঘটনায় তিনি অজ্ঞাত নামা চোরদের আসামি করে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকালে পুলিশ এলাকার ২ জন সন্দেহভাজন চোরকে আটক করে।

জিজ্ঞাসাবাদে জানতে পারেন তারা চোরাই গরু বাগেরহাট ও খুলনার ডুমুরিয়া থানা এলাকার কয়েকজন গরু ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। আটক দুই জনকে সঙ্গে নিয়ে ঝিোইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, এসআই সুজাত আহম্মেদ রোববার দুপুরে ডুমুরিয়া থানা-পুলিশের সহযোগিতায় খলশী গ্রামের গরু ব্যবসায়ী রুবেল গাজীর বাড়ি থেকে ২টি চোরাই গরু উদ্ধারসহ তাকে আটক করে। এ সময় রুবেল গাজীর বাড়িতে থাকা আরও ২৯টি গরু উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য শেখ ইকবাল হোসেনের জিম্মায় রাখা হয়।

পরবর্তীতে একই এলাকার গরু ব্যবসায়ী মনিরুল ইসলামের বাড়ি থেকে ৫টি, আবু সাঈদ শেখের বাড়ি থেকে ২টি, ইউনুস গাজীর বাড়ি থেকে ৪টি ও মীর ফারুক এর বাড়ি থেকে ২টিসহ মোট ১৫টি চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হলেও অন্য গরু ব্যবসায়ীদের আটক করা যায়নি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত