বাংলাদেশে না হলে বিশ্বকাপ কি তবে দুবাইয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৯: ৫৮

বৈষম্যবিরোধী আন্দোলন শুরুর পর থেকেই বাংলাদেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে বিরাট সংশয় তৈরি হয়েছে। আন্দোলনে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরও সেই আশঙ্কাই কি শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে?

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, সে সিদ্ধান্ত আজ জানিয়ে দিতে পারে আইসিসি। কাল বিসিবির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বোঝা গেল, বিশ্বকাপ নিয়ে আশা প্রায় হারিয়েই ফেলেছেন তাঁরা। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা জারি করেছে। অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি কাল পরিষ্কার জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে মেয়েদের বিশ্বকাপ আয়োজন করলে সেটা হয়তো একটা ভুল হবে। কেন ‘ভুল’ হবে, সে ব্যাখ্যাও দিয়েছেন অ্যালিসা হিলি, ‘জীবন-মৃত্যুর লড়াইয়ে থাকা মানুষদের সহায়তা করতে তাদের সবাইকেই এখন প্রয়োজন।’

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘এটা ক্রিকেট বোর্ড বা আইসিসি পর্যায়ে সমাধানযোগ্য নয়। এটা রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। অগ্রগতি হলে সিদ্ধান্ত দেখেই বুঝতে পারবেন। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। বাকি বিষয়গুলো কিন্তু সংস্থা বা রাষ্ট্র বুঝবে। আমাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে ওদের কোনো সন্দেহ নেই।’

শেষ পর্যন্ত বাংলাদেশে না হলে কোথায় হবে ৩ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপ? ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী নয়। সম্ভাব্য ভেন্যু তালিকায় শ্রীলঙ্কার নাম থাকলেও টুর্নামেন্টের সময় দ্বীপরাষ্ট্রটিতে বৃষ্টিবাগড়ার সমূহ সম্ভাবনা। জিম্বাবুয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। তবে তাদের আগ্রহকে গুরুত্ব না দিয়ে আইসিসি সবকিছু বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজন করতে পারে এই বিশ্বকাপ। বিদেশি দলকে আতিথেয়তা দেওয়া এবং আয়োজক হিসেবে দেশটির সুখ্যাতি বিশ্বব্যাপী। তাই তাদেরই আয়োজক হওয়ার ভালো সম্ভাবনা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত