মুলাদী (বরিশাল) প্রতিনিধি
সংযোগ সড়ক না হওয়ায় কাজে আসছে না মুলাদীতে নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতু। সরকার প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করলেও সুফল পাচ্ছেন না বাসিন্দারা। সেতু নির্মাণের প্রায় তিন বছরেও যান চলাচল করতে পারছে না। এতে সুবিধার বদলে দুর্ভোগ হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে দ্রুত সেতুটির সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।
জানা গেছে, মুলাদী উপজেলার সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ২০১৪ সালে আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের কাজ শুরু হয়। নাজিরপুর ইউনিয়নের রামারপোল এলাকায় প্রায় ৬৬ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শেষ হয় ২০১৯ সালে। সাধারণ মানুষের আশা ছিল, সেতুর নির্মাণকাজ শেষ হলে বাস চলাচল শুরু হবে। এতে সহজেই ঢাকা-বরিশাল যাওয়া-আসা করতে পারবেন এ এলাকার বাসিন্দারা। কিন্তু সেতু নির্মাণ হওয়ার প্রায় তিন বছর পরও সংযোগ সড়কের কাজ হয়নি। ফলে সেতুতে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটেও পার হওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতু নির্মাণের পরই নদীতে চলাচলের খেয়া বন্ধ করে দেওয়া হয়। সংযোগ সড়ক না হওয়ায় বালুর বস্তা ও কংক্রিট ব্লক দিয়ে কোনোমতে চলাচল করছেন তাঁরা। সেতুতে গাড়ি চলাচল না থাকায় রোগী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের।
রামারপোল এলাকার গোলাম মোস্তফা বলেন, সেতুর কাজ শেষে সংযোগ সড়কে বালু ফেলা হয়েছিল। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্ষায় বালু নেমে গেছে। এরপর আর কোনো কাজ হয়নি। এখন সেতুতে উঠতে অনেক কষ্ট হয়। বিশেষ করে অসুস্থ ও বৃদ্ধদের ভোগান্তির শিকার হতে হয়।
নাজিরপুর গ্রামের আলতাফ হোসেন বলেন, ‘সেতুটি চালু হলে মুলাদী উপজেলা থেকে গৌরনদী হয়ে ঢাকা পর্যন্ত বাস চলাচল সম্ভব হতো। পদ্মা সেতু চালুর সঙ্গে এই সেতুটি চালু করা গেলে ৪-৫ ঘণ্টায় মানুষ ঢাকা যেতে পারত। সেতুটির সংযোগ সড়ক কবে হবে, নাকি আদৌ হবে না, তা আমাদের জানা নাই।’
নাজিরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটির সংযোগ সড়ক না হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। ইতিমধ্যে সেতুটি নদীভাঙনের হুমকির মুখে পড়েছে। সরকার এত টাকা খরচ করে সেতু করেছে কিন্তু সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না। । সেতুর সংযোগ সড়কে বালু ফেলে রাখা হয়েছে। এতে চলাচল করা যায় না। আবার কোনো কোনো জায়গায় মাটি না থাকায় অনেক কষ্ট করে সেতুতে উঠতে হয়।
এলজিইডির উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান বলেন, সেতু নির্মাণের পরে কারিগরি সমস্যার কারণে সংযোগ সড়কে বালু দিয়ে রাখা যাচ্ছিল না। পরে সেতুর পূর্ব প্রান্তে নদীর ভাঙন দেখা দেয়। সেতুটি রক্ষার জন্য ওই প্রান্তে একটি স্প্যান বাড়াতে হবে। পরে সংযোগ সড়কের কাজ করা হবে। এ ছাড়া সেতুতে হেঁটে চলার উপযোগী করার জন্য বালুর বস্তা দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে।
এলজিইডির বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন জানান, সেতুর স্প্যান বাড়ানো এবং সংযোগ সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সেতুর স্প্যান বৃদ্ধি ও সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।
সংযোগ সড়ক না হওয়ায় কাজে আসছে না মুলাদীতে নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ সেতু। সরকার প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করলেও সুফল পাচ্ছেন না বাসিন্দারা। সেতু নির্মাণের প্রায় তিন বছরেও যান চলাচল করতে পারছে না। এতে সুবিধার বদলে দুর্ভোগ হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে দ্রুত সেতুটির সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।
জানা গেছে, মুলাদী উপজেলার সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ২০১৪ সালে আড়িয়াল খাঁ নদে সেতু নির্মাণের কাজ শুরু হয়। নাজিরপুর ইউনিয়নের রামারপোল এলাকায় প্রায় ৬৬ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শেষ হয় ২০১৯ সালে। সাধারণ মানুষের আশা ছিল, সেতুর নির্মাণকাজ শেষ হলে বাস চলাচল শুরু হবে। এতে সহজেই ঢাকা-বরিশাল যাওয়া-আসা করতে পারবেন এ এলাকার বাসিন্দারা। কিন্তু সেতু নির্মাণ হওয়ার প্রায় তিন বছর পরও সংযোগ সড়কের কাজ হয়নি। ফলে সেতুতে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটেও পার হওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতু নির্মাণের পরই নদীতে চলাচলের খেয়া বন্ধ করে দেওয়া হয়। সংযোগ সড়ক না হওয়ায় বালুর বস্তা ও কংক্রিট ব্লক দিয়ে কোনোমতে চলাচল করছেন তাঁরা। সেতুতে গাড়ি চলাচল না থাকায় রোগী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের।
রামারপোল এলাকার গোলাম মোস্তফা বলেন, সেতুর কাজ শেষে সংযোগ সড়কে বালু ফেলা হয়েছিল। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বর্ষায় বালু নেমে গেছে। এরপর আর কোনো কাজ হয়নি। এখন সেতুতে উঠতে অনেক কষ্ট হয়। বিশেষ করে অসুস্থ ও বৃদ্ধদের ভোগান্তির শিকার হতে হয়।
নাজিরপুর গ্রামের আলতাফ হোসেন বলেন, ‘সেতুটি চালু হলে মুলাদী উপজেলা থেকে গৌরনদী হয়ে ঢাকা পর্যন্ত বাস চলাচল সম্ভব হতো। পদ্মা সেতু চালুর সঙ্গে এই সেতুটি চালু করা গেলে ৪-৫ ঘণ্টায় মানুষ ঢাকা যেতে পারত। সেতুটির সংযোগ সড়ক কবে হবে, নাকি আদৌ হবে না, তা আমাদের জানা নাই।’
নাজিরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটির সংযোগ সড়ক না হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। ইতিমধ্যে সেতুটি নদীভাঙনের হুমকির মুখে পড়েছে। সরকার এত টাকা খরচ করে সেতু করেছে কিন্তু সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না। । সেতুর সংযোগ সড়কে বালু ফেলে রাখা হয়েছে। এতে চলাচল করা যায় না। আবার কোনো কোনো জায়গায় মাটি না থাকায় অনেক কষ্ট করে সেতুতে উঠতে হয়।
এলজিইডির উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান বলেন, সেতু নির্মাণের পরে কারিগরি সমস্যার কারণে সংযোগ সড়কে বালু দিয়ে রাখা যাচ্ছিল না। পরে সেতুর পূর্ব প্রান্তে নদীর ভাঙন দেখা দেয়। সেতুটি রক্ষার জন্য ওই প্রান্তে একটি স্প্যান বাড়াতে হবে। পরে সংযোগ সড়কের কাজ করা হবে। এ ছাড়া সেতুতে হেঁটে চলার উপযোগী করার জন্য বালুর বস্তা দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে।
এলজিইডির বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন জানান, সেতুর স্প্যান বাড়ানো এবং সংযোগ সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সেতুর স্প্যান বৃদ্ধি ও সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে