উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতভিটা বিলে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা লেগেই থাকত, ঠিকমতো ফসল হতো না। পানি অন্যত্র সরিয়ে নেওয়ায় বর্ষার সময় মাছ চাষ ও শুকনো মৌসুমে দুটি ফসল উৎপাদন হচ্ছে।
উলিপুর কৃষি কার্যালয় জানায়, উপজেলায় চলতি মৌসুমে ৬২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এই ফসল চাষে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৭৫০ জন কৃষককে সরিষা চাষের প্রণোদনা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা এলাকার বিলটি ১৯৮৮ সালের বন্যার পর থেকে জলাবদ্ধতা লেগেই থাকত। এ কারণে পরিত্যক্ত থাকত বছরের অধিকাংশ সময়। বিলের ৫০ জন মালিক গরিব কৃষক হওয়ায় তাঁদের পক্ষে বিলটি সংস্কার করে আবাদ বা মাছ চাষ করা সম্ভব ছিল না।
চলতি বছর বুড়াবুড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রিক্তা পারভিন বিলের কৃষকদের সঙ্গে বৈঠক করে সমবায় ভিত্তিক জোট গঠন করেন। তাঁদের দিয়ে পরিত্যক্ত বিলটি পরিষ্কার ও পাম্প দিয়ে পানি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রণোদনার মাধ্যমে অর্থ, বীজ, সার দিয়ে সরিষা চাষ করা হয়েছে।
বিলটিতে বর্ষাকালে মাছ চাষ ও শুকনো মৌসুমে দুটি আবাদ করার পরিকল্পনা করা হয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে ৮০ একর জমির এই বিলটি এখন সরিষা ফুলের বিলে পরিণত হয়েছে। কৃষকেরা সরিষা তুলে আসন্ন বোরো চাষ করার প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৬২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে প্রণোদনার মাধ্যমে তাঁদের উৎসাহিত করা হচ্ছে।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতভিটা বিলে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা লেগেই থাকত, ঠিকমতো ফসল হতো না। পানি অন্যত্র সরিয়ে নেওয়ায় বর্ষার সময় মাছ চাষ ও শুকনো মৌসুমে দুটি ফসল উৎপাদন হচ্ছে।
উলিপুর কৃষি কার্যালয় জানায়, উপজেলায় চলতি মৌসুমে ৬২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এই ফসল চাষে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৭৫০ জন কৃষককে সরিষা চাষের প্রণোদনা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা এলাকার বিলটি ১৯৮৮ সালের বন্যার পর থেকে জলাবদ্ধতা লেগেই থাকত। এ কারণে পরিত্যক্ত থাকত বছরের অধিকাংশ সময়। বিলের ৫০ জন মালিক গরিব কৃষক হওয়ায় তাঁদের পক্ষে বিলটি সংস্কার করে আবাদ বা মাছ চাষ করা সম্ভব ছিল না।
চলতি বছর বুড়াবুড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রিক্তা পারভিন বিলের কৃষকদের সঙ্গে বৈঠক করে সমবায় ভিত্তিক জোট গঠন করেন। তাঁদের দিয়ে পরিত্যক্ত বিলটি পরিষ্কার ও পাম্প দিয়ে পানি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রণোদনার মাধ্যমে অর্থ, বীজ, সার দিয়ে সরিষা চাষ করা হয়েছে।
বিলটিতে বর্ষাকালে মাছ চাষ ও শুকনো মৌসুমে দুটি আবাদ করার পরিকল্পনা করা হয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে ৮০ একর জমির এই বিলটি এখন সরিষা ফুলের বিলে পরিণত হয়েছে। কৃষকেরা সরিষা তুলে আসন্ন বোরো চাষ করার প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৬২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে প্রণোদনার মাধ্যমে তাঁদের উৎসাহিত করা হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে